ভয়াবহ আত্মঘাতী গাড়িবোমা হামলায় আফগানিস্তানের রাজধানী কাবুলে নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। শনিবারের ওই হামলার দায় নিয়েছে তালেবান। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
দেশটির সরকারি কর্মকর্তারা আরো বলছেন, যেখানে অ্যাম্বুলেন্সে রাখা বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে ওই এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন ভবন এবং বেশ কয়েকটি দূতাবাস রয়েছে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যালয় রয়েছে সেখানে। বহু ব্যবসায়ী ওই এলাকায় প্রতিদিন ভিড় জমান।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, স্থানীয় সময় শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটের সময় আত্মঘাতী এই হামলাটি চালানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরনো ভবনের ঠিক পাশেই। এছাড়া এখানেই রয়েছে পুলিশের সদর দপ্তর এবং বহু দেশের দূতাবাস।
বিডি প্রতিদিন/এ মজুমদার