সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে। প্রাথমিক পর্যায়ে এটি ধরা পড়েছে। বর্তমানে আসমা চিকিৎসা নিচ্ছেন বলে সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়।
আসমার জন্ম ও বেড়ে উঠা লন্ডনে। বিশ্বের অন্যতম বিতর্কিত ব্যক্তিদের একজন তিনি। সিরিয়ার গণআন্দোলন দমনে সিরিয়া সরকারের সহিংস ভূমিকার কারণে ২০১২ সালে যে ১২ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেয় তাদের একজন ছিলেন আসমা।
স্বামীর সঙ্গে আসমা
বুধবার তার সরকার প্রকাশ করে সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, মিসেস আসমা আল-আসাদের ক্ষতিকর ব্রেস্ট টিউমার প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছে এবং তিনি এখন এর চিকিৎসা নেয়া শুরু করেছেন। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা