বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চাঁদপুর জেলা বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ছিলেন, কেমন ছিলেন, বঙ্গবন্ধুর কারণে কীভাবে আমরা স্বাধীন দেশ পেলাম এবং বাংলাদেশকে তিনি কোথায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন এসব জানতে হবে। এমনকি শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে কীভাবে কাজ করছেন তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। এর মাধ্যমে নতুন প্রজন্ম সত্য তথ্য জেনে অন্য অপশক্তি ও অপপ্রচার, ভাষা ও সংস্কৃতির ওপর যত আঘাত তা প্রতিহত করতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিপু, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরন দাস, পুরানবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, প্রেসক্লাব সভাপতি আহসান উল্যাহসহ প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল