বান্ধবী আনুষ্কা শর্মাকে নিয়ে বেশ বিপাকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তাদের প্রেম কাহিনী নিয়ে চারিদিকে তোলপাড়। সমালোচনার ঝড়। কিন্তু এসব পাত্তাই দিচ্ছেন না এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলি। প্রেম কাহিনীকে জড়াননি ক্রিকেটের সঙ্গে। বাইরে রেখেছেন। বিষয়টা যে ক্রিকেটের কিছু নয় এবং এর প্রভাব যে ব্যাটিংয়ের উপর পড়ছে না. সেটা বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং দেখেই মনে হয়েছে। অসাধারণ ব্যাটিং করেছেন ভারতীয় অধিনায়ক। 'ফ্রন্ট লাইন লিডার' হিসেবে সেঞ্চুরি করে দলকে উপহার দিয়েছেন জয়। আজ সেই ফতুল্লায় আবারও নামছেন কোহলি। এবার প্রতিপক্ষ ল্যাসিথ মালিঙ্গা। যিনি আবার ১৭ বলের ঝড়ো স্পেলে পাকিস্তানকে গুঁড়িয়ে অবিশ্বাস্য জয় উপহার দিয়েছেন শ্রীলঙ্কাকে। ক্রিকেটপ্রেমীরা আজ উপভোগ করবেন দুই তারকার ব্যাট ও বলের লড়াই। এশিয়া কাপের ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যেতে লড়াইয়ে নামছে দুই সফল দল ভারত ও শ্রীলঙ্কাও। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এশিয়া কাপে অংশ নেওয়ার আগে ভারত খেলে এসেছে নিউজিল্যান্ডের সিমিং উইকেটে। দ্বীপরাষ্ট্র গত একমাস ধরে অবস্থান করছে বাংলাদেশে। তাই কন্ডিশনের সঙ্গে পুরোপুরি পরিচিত কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধন, অ্যাঞ্জেলো ম্যাথুস। গত একমাস দ্বীপরাষ্ট্র পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশের বিপক্ষে। তাই আজকের ম্যাচে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানেই রয়েছে দলটি। তারপরও ক্রিকেট 'গ্লোরিয়াস আনসার্টেন গেম' বলে উত্তেজনাকর ম্যাচ দেখার অপেক্ষায় সবাই। দুই দলের লড়াইয়ে রয়েছে ব্যক্তিগত লড়াই। লড়াই থাকছে কোহলি-মালিঙ্গা, সাঙ্গাকারা-সামীর। অবশ্য আজকের ম্যাচে কোহলিকে আজ প্রধান প্রতিপক্ষ হিসেবে মানছেন লঙ্কান অধিনায়ক দিনেশ চন্ডিমল, 'কোহলি অসাধারণ একজন ব্যাটসম্যান। বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছেন। তাকে নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে।' কোহলি প্রধান প্রতিপক্ষ হলেও ভারতকে হালকা হালকা চোখে দেখছেন না, 'ভারত শক্তিশালী দল। তাদের ব্যাটিং লাইন শক্তিশালী। আমাদের বোলিংও শক্তিশালী। তাই খেলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে।'
দুই দল এখন পর্যন্ত ১৪৩টি ম্যাচে অংশ নিয়েছে পরস্পরের বিপক্ষে। এরমধ্যে জয়ের পাল্লা হেলে আছে ভারতের দিকে। ৭৮ জয়ের বিপক্ষে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা হেরেছে ৫৩ বার। অবশ্য এশিয়া কাপে দুই দলের শেষ লড়াইয়ে জিতেছিল ভারত। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ২০১২ সালের ওই ম্যাচে ভারত জিতেছিল ৫০ রানে। সেঞ্চুরি করেছিলেন কোহলি। খেলেছিলেন ১০৮ রানে ইনিংস। কোনো সন্দেহ নেই ভারতীয় ব্যাটিংয়ের মূল শক্তি কোহলি। তবে দ্বীপরাষ্ট্রে রয়েছেন দুই অভিজ্ঞ সাঙ্গাকারা ও মাহেলা। যারা যে কোনো পরিস্থিতি থেকে ম্যাচ জেতানোর সামর্থ্য রাখেন। দ্বীপরাষ্ট্র আজ মাঠে নামছে টানা ৫ জয় নিয়ে। বাংলাদেশের বিপক্ষে টানা তিন জয় এবং শেষ ম্যাচে পাকিস্তানে বিপক্ষে ১২ রানের জয় উজ্জীবিত করবে দ্বীপরাষ্ট্রকে। ভারত নামছে শেষ ১১ ম্যাচে তৃতীয় জয় নিয়ে। তাই মানসিকভাবে কিছুটা হলেও পিছিয়ে থাকছে প্রতিপক্ষের তুলনায়। আগের দিন ম্যাচ খেলেছে বাংলাদেশের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণোদ্যমে মাঠে নামার জন্য কাল অনুশীলন করেননি কোহলিরা। বিশ্রামে কাটিয়েছেন। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর বাড়তি একদিন বিশ্রাম পাওয়ায় কাল অনুশীলন করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে বিমার মেরে নিষিদ্ধ হয়েছিলেন বরুণ অ্যারন। আজ তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। আজকের ম্যাচটি বিশেষ কিছু হবে স্পিনার রবীচন্দন অশ্বিনের জন্য। অশ্বিন আজ ২ উইকেট পেলেই সপ্তম ভারতীয় বোলার হিসেবে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখাবেন। ৭৬ ম্যাচে তার উইকেটে সংখ্যা ৯৮। ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুততম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১০০ উইকেট নিয়েছেন বাঁ হাতি পেসার ইরফান পাঠান ৫৬ বলে।