মাদ্রিদে উৎসবের প্রস্তুতি চলছে বেশ কয়েক দিন ধরে। চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে প্রস্তুত সবাই। রাজপথ থেকে শুরু করে সমর্থকদের বাড়ির ছাদও সাজছে নতুন রূপে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যা-ই ঘটুক, শিরোপা তো আসছে মাদ্রিদ শহরেই! লিসবনের দা লুইজ স্টেডিয়ামের ফাইনালের দুই দল রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। আজ একটা ইতিহাস গড়তে চলেছে দুই মাদ্রিদিয়ান। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ইতিহাসে প্রথম ডার্বি খেলতে নামছে তারা।
দিয়েগো কস্তা ঘোষণা দিলেন, যেভাবেই হোক ফাইনালের জন্য প্রস্তুত হবেন তিনি। তবে কি বিতর্কিত ফর্মুলার মাধ্যমে নিজেকে সুস্থ করে তুলবেন? প্রশ্নটা গত কয়েক দিনে মিডিয়ায় ফুলে-ফেঁপে অনেক বড় আকার নিয়েছে। আজ কস্তা খেলবেন কি না, তার ওপর অনেক কিছুই নির্ভর করছে। দীর্ঘ ১৮ বছর পর লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের শিরোপা জয়ের কারিগর তো তিনিই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও তিনি হতে পারনে অ্যাটলেটিকোর প্রথম শিরোপার প্রধান অস্ত্র।
অ্যাটলেটিকো মাদ্রিদের কথা থাক। রিয়াল মাদ্রিদ কী করতে চলেছে আজ! ক্রিস্টিয়ানো রোনালদো ভ্যালাদলিদের বিপক্ষে খেলতে নেমে যে ইনজুরিতে পড়েছেন তা শেষ হয়েছে বলেই প্রচার হয়েছে এতদিন। তাকে আজ মাঠে দেখা যাবে বলেই ভক্তদের বিশ্বাস। যদি তাই হয়, রিয়াল মাদ্রিদ সমর্থকরা লা ডেসিমা জয়ের উৎসবে মেতে ওঠার প্রস্তুতি নিতেই পারে। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের দশম শিরোপা জয়ের কারিগর হতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদোই। ১৯৫৬ থেকে '৬০ সালের মধ্যে প্রথম পাঁচটা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা (ইউরোপিয়ান কাপ) জয় করেছিল রিয়াল মাদ্রিদ। এরপর '৬৬, '৯৮, ২০০০ ও ২০০২ সালে জয় করেছিল ইউরোপিয়ান ক্লাব ফুটবলে অভিজাত আসরের শিরোপা। নবমেই ঠেকেছিল এতদিন। লা ডেসিমা জয়ের স্বপ্নে এরপর কত প্রহর গুনেছে রিয়াল মাদ্রিদ ভক্তরা, তা আর পূরণ হয়নি। রোনালদো-বেনজেমা-বেলেরা কি সেই স্বপ্ন পূরণ করতে পারবেন আজ!
বেশ কিছু দিন আগেই রোনালদো বলেছিলেন, লিসবনে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করতে চাই। রিয়াল মাদ্রিদ যদি অবশেষে লা ডেসিমা জয় করে তবে অবাক হওয়ার কিছু থাকবে না। অ্যাটলেটিকো মাদ্রিদ আজ একটা রেকর্ড করতে পারে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয় করে। এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে অপরাজিত অ্যাটলেটিকো মাদ্রিদ। আজ শিরোপা জিতলে তারা হবে সপ্তম অপরাজিত চ্যাম্পিয়ন! সর্বশেষ ২০০৭-০৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। অ্যাটলেটিকো মাদ্রিদ কি আজ রিয়াল মাদ্রিদকে টপকে এ রেকর্ড গড়তে পারবে!
লিসবনের দা লুইজ স্টেডিয়ামে এর আগে একবারই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হয়েছে। ১৯৬৬-৬৭-এর সে ফাইনালে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয় করেছিল স্কটিশ ক্লাব সেলটিক। মিশেল প্লাতিনির বিশেষ দাওয়াতে আজ লিসবন আসছে সেলটিক।
লিসবন ফাইনালকে ঘিরে একটা প্রশ্ন বড় আকারে সামনে এসেছে, মাদ্রিদবাসী আজ কার সমর্থনে উল্লাস করবে? রিয়াল মাদ্রিদ নাকি অ্যাটলেটিকো মাদ্রিদ! এমন মধুর সমস্যায় আগে কখনো কেউ পরেনি। মাদ্রিদবাসীর প্রতিক্রিয়া ভবিষ্যতের জন্য শিক্ষণীয় হয়েই থাকবে। মাদ্রিদবাসী হয়তো উচ্ছ্বাস করতে পারে শহরের বিজয়ে।