বার্সেলোনার হয়ে লম্বা মৌসুম শেষ করে লিওনেল মেসি এখন আর্জেন্টিনায়। চারবারের বিশ্বসেরা ফুটবলার বার্সার পক্ষে ট্রফিবিহীন মৌসুম শেষ করেছেন এ বছর। ক্লাবের হয়ে কোনো ট্রফি না জিতলেও এবার বিশ্বকাপ জিততে চান। এটাই মূল লক্ষ্য আর্জেন্টাইন অধিনায়কের। বিশ্বের সবচেয়ে আরাধ্য ট্রফি 'বিশ্বকাপ ট্রফি' নিয়েই ব্রাজিল থেকে আর্জেন্টিনায় ফিরতে চান বলে আশ্বস্ত করেছেন ভক্তদের।
দিন দুই আগে স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজা ও সন্তান থিয়াগোকে নিয়ে বুয়েন্স আয়ার্সের একটি রেস্তোরাঁয় ডিনার করেন মেসি। রেস্তোরাঁয় প্রিয় তারকাকে দেখতে পেয়ে ভিড় জমান ভক্তরা। সেখানেই ভক্তদের নিরাশ হতে নিষেধ করেন বিশ্বসেরা ফুটবলার। ভক্তদের আশ্বস্ত করেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার, 'দেশের মানুষদের কথা দিচ্ছি, এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবোই। সে লক্ষ্যেই আমরা ব্রাজিল যাব।' বার্সার পক্ষে মৌসুম শেষ করে মেসি এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। দিন কয়েক পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দলের অনুশীলনে যোগ দিবেন। কোচ আলেসান্দ্রো সাবেলার ইচ্ছা তেমনিই জানিয়েছেন চারবারের বিশ্বসেরা ফুটবলার, 'কোচ আমাকে পরিবারের সঙ্গে কয়েকটা দিন কাটাতে বলেছেন। পরিবার ও পারিবারিক বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েই আমি অনুশীলন শিবিরে যোগ দিব।' চূড়ান্ত দল ঘোষণা করেননি কোচ সাবেলা। দলে জায়গা হয়নি ফর্মের তুঙ্গে থাকা কার্লোস তেভেজের। ইতালির সিরি 'এ'র শিরোপা জেতা জুভেন্টাসের পক্ষে এবার ১৯ গোল করেছেন তেভেজ। তাকে না নেওয়ায় আর্জেন্টিনা জুড়ে সমালোচিত সাবেলা। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে কুটনৈতিকের মতো পাশ কাটিয়ে যান মেসি, 'আমরা আমাদের সেরা দল নিয়েই বিশ্বকাপ খেলতে যাব। সেরা দল নিয়েই শ্রেষ্ঠত্ব প্রমাণ করব। আর্জেন্টিনার জার্সি পরে খেলা সব ফুটবলারেরই স্বপ্ন থাকে। আমি সে সুযোগ পেয়ে গর্বিত। আশা করি এ দল নিয়েই আমরা বিশ্বকাপ জয় করতে পারব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের দলের ভারসাম্যও ভালো।'
দুই দুইবার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা (১৯৭৮ ও ১৯৮৬)। রানার্সআপ হয়েছে দুইবার (১৯৩০ ও ১৯৯০)। প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল নিজ ভূমে। সেবার আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছিলেন ড্যানিয়েল পাসারেলা। কোচ ছিলেন সিজার লুই মেনোত্তি। ১৯৮৬ সালে আর্জেন্টিাকে এককভাবে চ্যাম্পিয়ন করেন ম্যারোডোনা। কোচ ছিলেন কার্লোস বিলার্ডো। বিলার্ডো এবারও আর্জেন্টিনা দলের সঙ্গে রয়েছেন। কোচ সাবেলার সহকারী। বিলার্ডোর মতে এবার শিরোপা জিততে পারে আর্জেন্টিনা। সেটা জেতাতে পারেন মেসি, '১৯৮৬ সালে যে শারীরিক কন্ডিশন নিয়ে শিবিরে যোগ দিয়েছিলেন ম্যারাডোনা, মেসির অবস্থা তারচেয়েও ভালো। সে সময় ম্যারাডোনার অধিনায়কত্ব নিয়ে দলে একটা বিরোধ ছিল। কিন্তু মেসির নেতৃত্ব নিয়ে কোনো বিরোধ নেই। আমি মনে করি মেসির নেতৃত্বে থাকা আর্জেন্টিনাই বর্তমান সময়ের সেরা দল। এই দলের বিশ্বকাপ জেতার অনেক সম্ভাবনা রয়েছে।'
২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলেন মেসি। ২০১০ খেলেন ম্যারাডোনার কোচিংয়ে। ফেবারিট থাকার পরও আক্রমণাত্দক ফুটবল খেলে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে বিদায় নেয় বিশ্বকাপ থেকে। এবার সবকিছু গুছিয়েই নামছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাই স্বপ্ন দেখতেই পারে আর্জেন্টিনা।