স্পেনিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ যদি তাদের সুপারতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ছেড়ে দেয় তাহলে রোনালদো তিনশ' মিলিয়ন পাউন্ড অর্থের বিনিময়ে বিক্রি হবেন। খোদ রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেজ মঙ্গলবার একথা জানিয়েছেন। এমনকি রোনালদো সর্বকালের সেরা ফুটবলার বলেও জানান তিনি। তবে রিয়ালের এ তারকা খেলোয়াড় তার বর্তমান ক্লাব ছাড়বেন বলেও জানিয়েছেন মেন্ডেজ। বিবিসি.কম মেন্ডেজকে উদ্ধৃত করে একথা জানায়। খবর ইন্ডিয়া টুডে'র
রোনালদোর দাম কত এমন এক প্রশ্নের জবাবে মেন্ডেজ বলেন, 'যদি কোনো কারণে ক্লাবটি আগামীকাল রোনালদোকে তিনশ' মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বিক্রি করে দেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে তাহলে যে কেউ তাকে কিনে নিবে।'
২৯ বছর বয়সী রোনালদোকে সর্বকালের সেরা খেলোয়াড় এবং অন্য কারো সঙ্গে তার তুলনা হয় না বলেও জানান মেন্ডেজ। এ বিষয়ে রোনালদোর এজেন্ট বলেন, 'সে পৃথিবীর সর্বকালের সেরা খেলোয়াড় এবং অন্য কারো সঙ্গে আপনি তাকে তুলনা করতে পারেন না।'
২০১৪ ফিফার ব্যালন ডি'অর জয়ী রোনালদো রিয়াল মাদ্রিদেই তার ক্যারিয়ার শেষ করবেন বলেও জানিয়েছেন মেন্ডেজ। রোনালদো অন্য কোথাও যাচ্ছেন না বলেও নিশ্চিত করেন তিনি।
বিডি-প্রতিদিন/ ৪ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ