বিশ্বকাপের মূল আসর শুরু হতে এখনো ঢের বাকি। তার আগে অস্ট্রেলিয়ান কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছেন মাশরাফিরা। ব্রিসবেনে ক্যাম্প করতে করতেই মঙ্গলবার একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা। প্রতিপক্ষ ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। যে দলে পরিচিত মুখ ছিল না বললেই চলে। তারপরও সেই দলের কাছে হেরে যায় ৫ উইকেটে। আজ অ্যালান বোর্ডার ওভালে একই দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফিরা। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ে বড় প্রতিপক্ষ মাইকেল ক্লার্ক। ইনজুরির জন্য বেশ অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছেন না ক্লার্ক। ম্যাচ প্রস্তুতির জন্যই আজ তাকে খেলানো হচ্ছে। অসি অধিনায়ককে স্বাগতও জানাচ্ছে বাংলাদেশ দল। গা গরমের প্রথম ম্যাচে ২৩১ রান করেও হেরে যায় ৫ উইকেটে। ওই ম্যাচে মুমিনুল হক সর্বোচ্চ ৫২ রান করেছিলেন। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ৪২, সৌম্য সরকার ৩৮, সাবি্বর রহমান রুম্মন ৩১, মুশফিকুর রহিম ১৯, সাকিব আল হাসান ১৪, এনামুল হক বিজয় ১১ রান করেন। স্বাগতিক দল ৪০ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয়। ম্যাচে দুই দলের ১৩ জন ক্রিকেটার খেলেন। তবে ব্যাটিং ও বোলিং করেন ১১ জন। আজও একই পদ্ধতিতে খেলা হবে। রুবেল হোসেনের জায়গায় আল-আমিনকে দেখা যেতে পারে। অবশ্য প্রথম ম্যাচের মতো তামিম ইকবালকেও খেলতে দেখা যাবে না। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে পুরো ফিট তামিমকে চাইছেন কোচ চন্ডিকা হাতুরাসিংহে। কাল ব্রিসবেন থেকে টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেছেন, 'দলের সবাই সুস্থ রয়েছেন। প্রথম ম্যাচে ১৩ ক্রিকেটার খেলেন।
আজও ১৩ ক্রিকেটার খেলবেন। কারা খেলবেন, সেটা কোচ ঠিক করবেন। তবে তামিম খেলবেন না, এটা ঠিক। অবশ্য আফগানিস্তান ম্যাচের আগে তামিম শতভাগ ফিট হবেন বলে আশা করছি। কোচ চাইছেন পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ এবং ১২ ফেব্রুয়ারি যে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, তার একটিতে যেন খেলেন তামিম।' ব্রিসেবেনে বাংলাদেশের ক্যাম্প শেষ ৭ ফেব্রুয়ারি। বিশ্বকাপে প্রথম ম্যাচ ১৮ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ আফগানিস্তান।