বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মুখোমুখি অস্ট্রেরিয়া-ইংল্যান্ড। কয়েক দিন আগে ত্রি-দেশীয় সিরিজের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে শিরোপা জিতে অস্ট্রেলিয়া। কিন্তু ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান মনে করেন, বিশ্বকাপে ঠিকই জিতবে তার দল। কেননা ঘরের মাঠে বিশ্বকাপে চাপে থাকবে স্বাগতিকরা। মরগানের কথার জবাবে অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন বলেন, 'বিশ্বকাপে প্রতিটি দলই চাপ অনুভব করে। যদি মরগান মনে করে তারা চাপে নেই তবে তারা স্বপ্ন দেখছে।' অস্ট্রেলিয়ায় স্থানীয় একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জনসন বলেন, 'আমার কাছে বিশ্বকাপ শুরু থেকেই নকআউট পদ্ধতির। কেননা আমি চিন্তা করি প্রতিটি ম্যাচেই জিততে হবে। এমন মানসিকতা নিয়েই আমি মাঠে নামি। স্বাগতিক হওয়ায় আমাদের ওপর চাপ কিছুটা বেশি থাকবে। তবে আমরা সে জন্য প্রস্তুত।'
বিশ্বকাপকে সামনে রেখে এক মাস বিশ্রামে ছিলেন জনসন। ইংল্যান্ডের বিরুদ্ধে ত্রি-দেশীয় সিরিজের ফাইনালে মাঠে নেমেই চমক দেখিয়েছেন। বিশ্বকাপেও নিজের ক্যারিশমা দেখাতে প্রস্তুত, 'আমার কাজ হচ্ছে মাঠে নেমে দ্রুত গতিতে বোলিং করা। আক্রমণাত্দক হওয়া এবং উইকেট নেওয়া।