প্রথম ম্যাচে ৫ উইকেটের পর এবার অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৬ উইকেটে হারলো বাংলাদেশ। এদিন টাইগারদের দেওয়া ১৯৩ রানের লক্ষে ব্যাট করতে আট ওভার বাকি থাকিতেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
বৃহস্পতিবার অ্যালান বোর্ডার মাঠে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই রান আউট হয়ে বিদায় নেন এনামুল হক। এরপর উইকেটরক্ষক জিমি পিয়েরসনের গ্লাভসবন্দি হয়ে ফিরেন সৌম্য সরকার।
২৩ রানে দুই উদ্বাধনী ব্যাটসম্যানের হারিয়ে চাপে পড়া বাংলাদেশ বিপদ পড়ে মুমিনুল হক, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের দ্রুত বিদায়ে। ৫৭ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ প্রতিরোধ গড়ে মাহমুদুল্লাহ রিয়াদ ও সাব্বির রহমানের ব্যাটে। এই দুই জন গড়েন ৬৪ রানের জুটি।
তবে হ্যারি কনওয়ের পরপর দুই বলে সব্বির ও মাহমুদুল্লাহর বিদায়ে আবার চাপে পড়ে বাংলাদেশ। ১২১ রানে প্রথম সাত ব্যাটসম্যানকে হারানো অতিথিদের দুইশ’ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব অর্ধশতক করা নাসির হোসেনের।
অষ্টম উইকেটে নাসিরের সঙ্গে ৬০ রানের জুটি গড়েন আরাফাত সানি। তার বিদায়ের পর নাসিরও দ্রুত ফিরে গেলে সফরকারীরা গুটিয়ে যায় ১৯৩ রানে। বাগতিকদের হয়ে ১০ ওভার বোলিং করে ৩০ রানের বিনিময় চার উইকেট নিয়েছেন টার্নার।
জবাবে ১৯৩ রানের লক্ষে ব্যাটিংয়ে নেমে খেলার আট ওভার বাকি থাকিতেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন অ্যাস্টন টার্নার।
বাংলাদেশী বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদ। এদিন অস্ট্রেলিয়ান একাদশের হয়ে মাঠে নামে অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক ৩১ রান সংগ্রহ করেন।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব