পেসার জুনায়েদ খানের বদলে রাহাত আলীকে বিশ্বকাপের ১৫ জনের সংক্ষিপ্ত স্কোয়াডে ডেকেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখন আইসিসির টেকনিক্যাল কমিটিকে বিষয়টি অনুমোদন করতে হবে, তাহলে বিষয়টি চূড়ান্ত হবে।
গত সপ্তাহে লাহোরে ফিটনেস টেস্ট উতরাতে ব্যর্থ হয়ে বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন জুনাইদ খান। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে দলে থাকলেও খেলতে পারেননি ২৫ বছর বয়সী ক্রিকেটার।
পাকিস্তানের হয়ে ১১টি টেস্ট ও একটি ওয়ানডে খেলেছেন রাহাত আলী।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব