আগামী এপ্রিলেই দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-২০ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তানের। তবে পিসিবি জানিয়ে দিয়েছে, লভ্যাংশ না দিলে বাংলাদেশ সফরে আসবে না পাকিস্তান দল।
আজ বৃহস্পতিবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পিসিবির এক কর্মকর্তা এসব কথা বলেন।
তিনি বলেন, “আমরা আমাদের গাঁটের পয়সা খরচ করে বাংলাদেশে দল পাঠাতে চাই না।”
এদিন বিসিবির সাবেক সভাপতি আহম মুস্তাফা কামালকে আইসিসি সহসভাপতি পদে সমর্থনের বিষয়টিও মনে করিয়ে দিয়ে পিসিবির এই কর্মকর্তা বলেন,“আইসিসির পদের জন্য বাংলাদেশ-পাকিস্তান দুই দেশের প্রার্থী দেওয়ার কথা থাকলেও আমরা কামালের মনোনয়ন সমর্থন করে আমাদের কথা রেখেছিলাম। কিন্তু বাংলাদেশ এরপরও নিরাপত্তার কথা বলে নিশ্চিত সফরটা থেকে সরে যায়, যেটা খুবই র্দুভাগ্যজনক। যার ক্ষতিপূরণ আজও আমরা পাইনি।”
তিনি বলেন, বাংলাদেশ সফর করে পাকিস্তান কোনো লাভবান হবে না। তাই সফর করার কোনো যুক্তি দেখে না পিসিবি।
লভ্যাংশ না পেলে সফর করা কঠিন জানিয়ে পিসিবির ওই কর্মকর্তা আরও বলেন,“এ কারণেই আমরা ৫০ শতাংশ লাভের ভাগ চাইছ। না হলে আমাদের পক্ষে সফর করা কঠিন।”
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব