ফ্রান্সের প্যারিস সেইন্ট-জারমেইনের (পিএসজি) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পিএসজিতে যোগ দিয়েছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।
মারিয়ার সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার পর এক বিবৃতিতে পিএসজি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩০ জুন, ২০১৯ সাল অবধি মারিয়ার সঙ্গে চুক্তি করেছে পিএসজি।
মারিয়কে পেতে পিএসজি খরচ করেছে ৬৩ মিলিয়ন ইউরো। ফরাসি ফুটবলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার রেকর্ড গড়ে পিএসজিতে এসেছেন মারিয়া। এর আগে ২০১৩ সালে ৬৪ মিলিয়ন ইউরোতে পিএসজিতে নাম লিখিয়েছিলেন উরুগুয়ের তারকা এডিনসন কাভানি।
পিএসজিতে চুক্তিবদ্ধ হওয়ার পর রিয়াল মাদিদ্রের সাবেক তারকা মারিয়া বলেছেন, 'এই ক্লাবে যোগ দিয়ে দারুণ খুশি আমি। ক্লাবের হয়ে সব খেলায় জয় পেতে চাই। আর আমার ইচ্ছা, পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা।'
বিডি-প্রতিদিন/ ০৭ আগস্ট, ২০১৫/ এস আহমেদ