মাঠে নামার আগেই সার্জিও রামোসের সঙ্গে চুক্তি বাতিল করতে পারে ফরাসি ক্লাব পিএসজি। এর আগে রামোস গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল মাদ্রিদ থেকে বিনামূল্যেই পিএসজিতে যোগ দিয়েছিলেন।
চোটের কারণে রামোস এখনো পিএসজি’র হয়ে মাঠে খেলতে পারেনি। এমনকি সতীর্থদের সঙ্গে অনুশীলনটাও তো ঠিকঠাক করা হয়নি। ফলে পরিস্থিতি বিবেচনায় পিএসজি রামোসের সাথে চুক্তি বাতিলের কথা ভাবছে। খবর স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।
খবরে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদে থাকাকালীন চোটে পড়েন রামোস। এরপর আর মাঠে নামাই হয়নি সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়কের। সেই চোট নিয়েই রামোস যোগ দিয়েছিলেন পিএসজিতে। সেটা কাটিয়ে চলতি মৌসুমে আর মাঠে নামা হয়নি তার। অপেক্ষার পালা ক্রমে বেড়েই চলেছে। দীর্ঘ এ অপেক্ষায় থেকে যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে পিএসজির। তার সঙ্গে চুক্তি রাখবে কিনা তা নিয়েও ভাবা শুরু করে দিয়েছে।
ল্য পারিসিয়েনের মতে, কোনো খেলোয়াড়ের চুক্তি বাতিল করে দেওয়াকে এখন আর অন্যায্য কিছু বলে মনে করে না পিএসজি। তবে পিএসজি যদি শেষমেশ তার সঙ্গে চুক্তি বাতিলই করার সিদ্ধান্ত নেয়, তাহলে সাবেক স্প্যানিশ অধিনায়কের সঙ্গে সমঝোতায় আসতে হবে তাদের। তার সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি করেছে দলটি।
তবে ফরাসি-স্প্যানিশ সংবাদ মাধ্যমে চুক্তি বাতিলের বিষয়টি নিয়ে তোড়জোড় শুরু হলেও পিএসজি অফিসিয়ালভাবে কিছুই জানায়নি। বরং রামোসকে নিয়ে আশাতেই বুক বাধছে দলটি।
ক্লাবের ক্রীড়া ব্যবস্থাপক লিওনার্দোকে সম্প্রতি রামোসের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল। পিএসজি কর্তার উত্তর ছিল, ‘আমরা সবাই জানি রামোসের চোট আছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম খেলা খেলতে চাইছে এখানে। আমরা জানতাম তার একটা সমস্যা আছে। এখানে যা ঘটছে, তা আমরা আগে থেকেই জানতাম।’
বিডি প্রতিদিন/আবু জাফর