আফগানিস্তানের রাজধানী কাবুলের বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে জানা গেছে। এ সংখ্যা আফগান কর্তৃপক্ষের আগের বলা সংখ্যার প্রায় দ্বিগুণ। বৃহস্পতিবার সরকারি পরিসংখ্যান থেকে এ কথা জানা যায়। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মজরুহ এএফপি’কে বলেন, ‘ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলায় নিহতদের মধ্যে ২৫ জন আফগান নাগরিক।’
তিনি আরও বলেন, ‘নিহত বিদেশি নাগরিকদের ব্যাপারে আমরা কিছু জানি না। তিনি জানান, হামলায় ১২ আফগান নাগরিক আহত হয়েছে।
শনিবার রাতের ওই হামলায় ১৫ জন বিদেশি নাগরিকের নিহত হওয়ার খবর নিশ্চিত করায় এ হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়ালো।
এর আগে, আফগান কর্মকর্তারা এ হামলায় ২২ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল এবং বলা হয়েছিল এদের বেশীর ভাগই বিদেশি নাগরিক।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম