ইতালির উত্তরাঞ্চলে মিলানের কাছে বৃহস্পতিবার একটি আঞ্চলিক ট্রেন লাইনচ্যুত হয়ে দুইজন নিহত ও অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। দেশটির জরুরি বিভাগ এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মিলানে আঞ্চলিক জরুরি সংস্থার নারী কর্মকর্তা ক্রিস্টিনা কোরবেতা স্কাই টিজি২৪কে বলেন, এই দুর্ঘটনায় আরও প্রায় ১০০ জন সামান্য আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে এই ঘটনার কারণ জানা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম