সৌদি জোটের অবরোধের কারণে কাতারে জরুরি ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে কাতারের জনগণের জীবন ঝুঁকিতে পড়েছে বলে মানবাধিকার সংস্থা ইউরোমেড জানিয়েছে।
ইউরোমেডের এক কর্মকর্তা জানিয়েছেন, কাতারের ওপর অবরোধ আনা চার দেশের মধ্যে সংযুক্ত আরব আমিরাতও রয়েছে। ফলে অবরোধের পর থেকেই দেশটি থেকে কাতারে কোনো ওষুধ সরবরাহ হচ্ছে না। যদিও আমিরাতের বেশির ভাগ আন্তর্জাতিক ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানই দীর্ঘদিন ধরে কাতারের সঙ্গে বাণিজ্য করে আসছিল।
ইউরোমেডের মুখপাত্র সারা প্রিচেট বলেন, আরব আমিরাতের এই অবরোধের কারণে কাতারে চিকিৎসা সামগ্রী, ওষুধ, বাণিজ্য এবং বিভিন্ন ক্ষেত্রে বেশ প্রভাব পড়েছে। কাতারের নাগরিকদের আমিরাতে ভ্রমণের ক্ষেত্রেও বিধিনিষেধ আনা হয়েছে। ফলে তারা চিকিৎসা বা অন্যান্য কারণেও আমিরাতে ভ্রমণ করতে পারছেন না।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম