পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বৃহস্পতিবার ল্যান্ডমাইন বিস্ফোরণে চার শিশুসহ ২৪ জন নিহত হয়েছেন। জানা যায়, একটি যাত্রীবাহী গাড়ি ল্যান্ডমাইনের উপর এসে পড়লে তা বিস্ফোরিত হয়। এতে ওই গাড়িতে অবস্থানরত সবারই মৃত্যু হয়। মালির মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত শহর বনি থেকে নয় কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে মালির নিরাপত্তাবাহিনী একটি বিবৃতিতে জানায়, কয়েক বছর আগে এ অঞ্চলের সক্রিয় জঙ্গি সংগঠনগুলো সাধারণ মানুষের মনে ভীতি ছড়িয়ে দিতে এসব ল্যান্ডমাইন স্থাপন করে।
এদিকে, নিহতরা সবাই সাধারণ নাগরিক ছিলেন বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এরমধ্যে চার শিশু ও তাদের মায়েরাও ছিলেন।
উল্লেখ্য, ২০১২ সালে জঙ্গি সংগঠন আল-কায়দা ও এর সঙ্গে সম্পৃক্ত কিছু সন্ত্রাসবাদীরা মালির উত্তরাঞ্চল দখল করে।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ