ফের ধর্ষণের অভিযোগ উঠল ভারতের আরও এক সাধুবাবার বিরুদ্ধে। সাত বছরের এক শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই সাধুবাবাকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির একটি আশ্রম রয়েছে। সে ওই আশ্রমের সাধুবাবা নামে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ঘটনাটি ঘটে ভারতের উত্তর প্রদেশের কনৌজের একটি শহরে। সেখানে একটি আশ্রমের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় নির্যাতিতা বালিকাকে উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ওই মেয়েটি এক বাবার আশ্রমে ভগবৎ শুনতে গিয়েছিল। তার পর থেকে সে নিখোঁজ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের পর পুলিশ তল্লাশি অভিযান শুরু করে। আশ্রমের কাছে শিশুটিকে পড়ে থাকতে দেখেই পুলিশের সন্দেহ হয়।
পুলিশের দাবি, সঙ্গে সঙ্গে মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় মেয়েটির পরিবারকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মেয়েটির প্রাথমিক চিকিৎসা হয়েছে।
মেয়েটি শুক্রবার কৌনজের ওই হাসপাতালে বসেই পুলিশের সঙ্গে কথা বলে। অভিযুক্তের বর্ণনা দেয়। সেই মতো পুলিশ আশ্রম থেকে গ্রেফতার করে ওই সাধুবাবাকে।
পুলিশ জানিয়েছে, মেয়েটি জানিয়েছিল অভিযুক্তের বড় গোঁফ ও দাড়ি রয়েছে। তা দেখেই অভিযুক্তকে সনাক্ত করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সাধুবাবা অভিযোগ স্বীকার করেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন