মহিলাদের শরীর নিয়ে কোনওরকম কুমন্তব্য করলেই কিন্তু ঘাড়ে চাপবে ৮০ পাউন্ড জরিমানার বোঝা। এমনই নির্দেশ দিয়েছে ফ্রান্সের সরকার। মূলত পথেঘাটে মহিলাদের প্রতি বেড়ে চলা যৌন হয়রানি রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, প্রকাশ্যে মহিলাদের স্বাধীনভাবে চলাফেরা নিশ্চিত করতেই বেশকিছু পদক্ষেপ নিয়েছে প্যারিসের প্রশাসন। সেখানেই উল্লেখ করা হয়েছে যৌন হেনস্থার প্রসঙ্গটি। বলা হয়েছে, মহিলাদের স্বাধীনভাবে চলাফেরা নিশ্চিত করাটাই এই পদক্ষেপের প্রধান লক্ষ্য। প্রকাশ্যে যদি কেউ কোনওভাবে মহিলাদের সঙ্গে অপমানজনক ব্যবহার করে তাহলেই সেই ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে ধরে নেওয়া হবে।
অভিযুক্ত ব্যক্তি সাধারণ মানুষও হতে পারে। হতে পারেন কোনও বিখ্যাত ব্যক্তিত্ব। তবে যেই হন না কেন, শাস্তির বহর কিন্তু ব্যক্তি বিশেষে বদলাচ্ছে না। শাস্তি একটাই। মহিলাদের কোনওভাবে হেনস্তা করলেই দিতে হবে ৮০ পাউন্ড জরিমানা। যৌন আগ্রাসন রুখতে চালু হওয়া সরকারি পদক্ষেপে সমর্থন জানিয়েছে প্যারিসের প্রত্যেক রাজনৈতিক দল।
বলা বাহুল্য, শুধুমাত্র প্রশাসনিক কর্তাদের আলোচনা সাপেক্ষেই এই পদক্ষেপ নেওয়া হয়নি। এই প্রসঙ্গে রাজনৈতিক নেতাদের মতামতও নেওয়া হয়েছে। রীতিমতো পরিকল্পনা করেই পদক্ষেপ সরকারের।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর