আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে শুক্রবার নিরাপত্তা বাহিনীর অভিযানে তালেবানের তথাকথিত বিশেষ বাহিনী বা সরা কাত্তার বিভাগীয় কমান্ডার নিহত হয়েছে। শনিবার সেনা সূত্র এ কথা জানায়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
আঞ্চলিক সেনাদলের প্রেস কর্মকর্তা নাসত্রাউল্লাহ জামশিদি টুইটারে বলেন, ‘প্রাদেশিক রাজধানী কুন্দুজ নগরীর উপকণ্ঠে চহালচিনার এলাকায় বন্দুকযুদ্ধে মুমতাজ ও তার দুই সঙ্গী নিহত হয়েছে। এ সময় আরও তিন জঙ্গি আহত হয়।’ তবে এ হতাহতের ব্যাপারে তালেবান জঙ্গি গ্রুপের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আফগান নিরাপত্তা বাহিনী দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করায় বিগত কয়েক বছর ধরে শান্ত থাকা উত্তরাঞ্চলেও সহিংসতা ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, জঙ্গি গোষ্ঠী তালেবান ১৬ বছরের বেশী সময় ধরে আফগানিস্তানে জঙ্গি তৎপরতা চালিয়ে আসছে।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম