ইয়েমেনের দক্ষিণাঞ্চলে একটি ড্রোন হামলায় শনিবার ভোরে সন্দেহভাজন সাত আল-কায়েদা জঙ্গি নিহত হয়েছে। এক নিরাপত্তা কর্মকর্তা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
একমাত্র মার্কিন সামরিক বাহিনী ইয়েমেনে ড্রোন হামলা চালাচ্ছে।
তিনি জানান, শাবওয়া প্রদেশে একটি গাড়িকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। এতে গাড়ির সাত যাত্রী নিহত হয়। তারা সকলেই আল-কায়েদার সদস্য।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম