ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর ফোর্টালেজাতের ফোরো দো গাগো নাইটক্লাবে সন্ত্রাসীদের গোলাগুলিতে ১৪ জন নিহত হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, শনিবার স্থানীয় সময় ভোরের দিকে তিনটি গাড়িতে করে সশস্ত্র একটি দল নাইট ক্লাবটিতে হামলা চালায়। এই হামলায় আরও অনেকে আহত হয়েছেন। এছাড়া হামলার ঘটনাটি প্রতিদ্বন্দ্বী দু’টি পাচারচক্রের বিরোধের সূত্র ধরেই হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সিয়ারা প্রদেশের নিরাপত্তা সচিব আন্দ্রে কোস্তা জানান, গোলাগুলির ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। আর আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে সিয়ারা প্রদেশে ৫ হাজার ১১৪টি খুনের ঘটনা ঘটেছে। যা ২০১৬ সালের চেয়ে দ্বিগুণ।
বিডিপ্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৮/ ই জাহান