'ভিলা', বিশ্বের সবচেয়ে প্রবীণ গরিলাদের একটি। যুক্তরাষ্ট্রের সান্তিয়াগো সাফারি পার্কে ছিল গরিলাটির বাসস্থান। এটি তার পঞ্চম প্রজন্মেরও প্রধান ছিল।
সাফারি পার্ক কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, গত শুক্রবার ৬০ বছর বয়সে বন্দী থাকাকালীন ভিলার মৃত্যু হয়েছে।
সাধারণত একটি গরিলা ৩৫-৪০ বছর বেঁচে থাকে জানিয়ে সাফারি পার্কের একজন তত্ত্বাবধায়ক পেগি সেক্সটন বলেন, ভিলা ১৯৫৭ সালে আফ্রিকার কঙ্গোতে জন্ম নেয়। তার বংশের পঞ্চম প্রজন্ম পর্যন্ত সে নেতৃৃত্ব দিয়েছে। খুব কম সংখ্যক গরিলাই এতোদিন বেঁচে থাকে।
এর আগে আরকানসাসের লিটল রক চিড়িয়াখানায় ট্রুডি নামের একটি গরিলা ৬১ বছর পর্যন্ত বেঁচে ছিল।
সূত্র: বিসিসি।