মার্কিন সরকারের অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গোলাম আলী খশরু ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকায় লেখা এক মন্তব্য কলামে এ আহ্বান জানান। বুধবার তার এ লেখা প্রকাশিত হয়েছে।
গোলাম আলী খশরু বলেন, তেহরান মনে করে মার্কিন সরকারের পক্ষ থেকে যেসব অবৈধ ও বেআইনি পদক্ষেপ নেয়া হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আন্তর্জাতিক সম্প্রদায়ের সবার উচিত।
তিনি বলেন, আমেরিকার এসব নৈরাজ্যের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে প্রতিবাদ করা দরকার।
ইরানের এ প্রতিনিধি আরও বলেন, জাতিসংঘের ইতিহাসে এই প্রথম নিরাপত্তা পরিষদের ভেটো শক্তিধর একটি সদস্য দেশ পুরো বিশ্বকে শাস্তি দিতে যাচ্ছে এবং তা করতে যাচ্ছে নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাব লঙ্ঘন করার জন্য নয় বরং নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে চলার জন্য।
২০১৫ সালে সই করা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে গত সোমবার আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর গোলাম আলী খশরু এসব কথা বললেন।
আগামী ৪ নভেম্বর ইরানের বিরুদ্ধে আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন যার লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক বাজারে ইরানের তেল বিক্রি নিষিদ্ধ করা।
বিডি প্রতিদিন/০৯ আগস্ট ২০১৮/আরাফাত