টানা বৃষ্টিপাতে ভূমিধসে ভারতের কেরালা রাজ্যে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। ওই রাজ্যের বিভিন্ন দুর্গত এলাকায় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। আজ টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, উদ্ধারকাজে সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকরা কাজ করছে। আমরা আক্রান্ত এলাকায় আরো উদ্ধার কর্মী পাঠাচ্ছি। এদিকে, কচি বিমানবন্দরে সকল ধরনের ফ্লাইট বাতিল করে দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার