যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলিন জানিয়েছেন, ‘মহামারী করোনাভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর মধ্যবর্তী নির্বাচনের দিকে (২০২২ সালের নভেম্বর) মুদ্রাস্ফীতি স্বাভাবিক হতে পারে।’
মুদ্রাস্ফীতি বাড়তে থাকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নানা উদ্যোগ ও কংগ্রেসে ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা হুমকির মুখে পড়েছে।
সিবিএসের একটি অনুষ্ঠানে জ্যানেট ইয়েলিন আরও জানান, ‘মুদ্রাস্ফীতির কারণ বোঝাটা গুরুত্বপূর্ণ। কারণটা হলো করোনা মহামারী।’
অর্থনীতিবিদ জ্যানেট ইয়েলিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মহামারীর কারণে আমাদের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে এবং মুদ্রাস্ফীতি বাড়ছে। আমরা যদি মুদ্রাস্ফীতি কমাতে চাই তাহলে আমাদের মহামারী মোকাবেলায় আরও দক্ষতা দেখাতে হবে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
সূত্র : নিউজ উইক
বিডি প্রতিদিন/ফারজানা