ব্যাটে-বলে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। তারপরও জিতেছে তার দল। কিংস ইলেভেন পাঞ্জাবকে ২৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স। ব্যাট হাতে ১৬ বলে ১৮ রান করেন সাকিব। বলে ৪ ওভারে দিয়েছেন ৪৩ রান। মাত্র ১৩ রানে তিন উইকেটের পাশাপাশি দুটি ক্যাচ লুফে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন উমেশ যাদব। ম্যাচটি হওয়ার কথা ছিল গত পরশু। কিন্তু সারা দিন মুষলধারে বৃষ্টি হওয়ায় খেলা পরিত্যক্ত হয়ে যায়। গতকালও সকালে বৃষ্টি হয় কলকাতায়। কিন্তু যথা সময়ে খেলা শুরু হয়। টস জিতে বৃষ্টির কথা চিন্তা করে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠায় পাঞ্জাব। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাইটদের মাত্র ১৬৩ রানেই আটকে দেয় তারা। ৩০ বলে ৪২ রান করেন রবিন উত্থাপা। তবে কলকাতার শুরুটা কিন্তু দারুন হয়েছিল। পাওয়ার প্লে-র ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৫৫ রান করেছিল। পরে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় ৮ উইকেটে ১৬৩ রানে থেমে যায় গৌতমদের ইনিংস। ইডেন গার্ডেনের ব্যাটিং উইকেটে ১৬৪ রানের লক্ষ্য মোটেও কঠিন নয়। তাছাড়া ফর্মের তুঙ্গে থাকা কিংস ইলেভেনের ব্যাটসম্যানদের সামনে এই টার্গেটকে ডাল-ভাত মনে হচ্ছিল। কেননা চলতি আসরেই দুই দুইবার চেন্নাইয়ের দলের বিরুদ্ধে দুই শতাধিক রান তাড়া করেও জিতেছিল কিংসরা। কিন্তু কাল বেইলী-ম্যাক্সওয়েলরা পারলেন না। যে ব্যাটসম্যানরা পাঞ্জাবকে টেনে প্লে-অফে নিয়ে এসেছিল, সেই ব্যাটসম্যানরাই কাল ডোবালেন। হাতে ২ উইকেট থাকলেও মাত্র ১৩৫ রানে শেষ হয় কিংস ইলেভেনের ইনিংস। কাল পাওয়ার প্লে-তেই দুই ওপেনার শেবাগ ও ভোহরাকে হারায় পাঞ্জাব। ম্যাক্সওয়েল-মিলাররাও সুবিধা করতে পারেননি। সর্বোচ্চ ৩৫ রান এসেছে ঋদ্ধিমান সাহার ব্যাট থেকে। মাঠে নামার আগেই একটা সুখবর পেয়েছেন নাইট দলপতি গৌতম গম্ভীর। ২০১২ সালের পর প্রথমবারের মতো ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছেন তিনি। তবে এই খুশির খবরের পরও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি গম্ভীর। কিন্তু দলকে ঠিকই আইপিএলের ফাইনালে পৌঁছে দিয়েছেন। দিনের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসকে ৭ উইকেটে হারিয়ে চেন্নাই সুপার কিংস প্লে-অব ম্যাচে পাঞ্জাবের সঙ্গে লড়বে। যারা জিতবে তারাই ফাইনালে কলকাতার বিপক্ষে লড়বে। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ৮ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে। সিমন্স সর্বোচ্চ ৬৭ রান করেন। পরে চেন্নাই ১৮.৪ ওভারে ৩ উইকেটে ১৭৬ রান তুলে নেয়। সুরেশ রায়না সর্বোচ্চ ৫৪ রান করেন।
শিরোনাম
- ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত এক, আহত ২
- নারায়ণগঞ্জে ট্রাকচাপায় যুবকের মৃত্যু, আহত ১
- ভারতের হয়ে গুপ্তচরবৃত্তি, পাকিস্তানে জেলে গ্রেফতার
- ইসলামি আলেমের সম্ভাব্য সফর প্রসঙ্গে ভারতের মন্তব্য ঢাকার নজরে এসেছে
- ২১তম দিনে অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ি শিক্ষকরা
- সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন
- দুই বছরে দেড় লাখ মৃত্যু, কেন রক্তে ভাসছে সুদান
- আমরা চাই গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচন এই সরকারের মাধ্যমেই হোক : গয়েশ্বর
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
- মেক্সিকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ২৩ জনের মৃত্যু
- কিংবদন্তী সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে উপন্যাস
- বিরোধীদের দাবি ৭০০ নিহত, সরকার বলছে ‘বিচ্ছিন্ন ঘটনা’
- গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩
- ‘তালেবান সরকারকে না জানিয়েই দুই আফগানের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান’
- বিদেশে নেওয়ার কথা বলে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার
- ক্যারিবীয় সাগরে আবারও জাহাজে মার্কিন হামলা, নিহত ৩
- জাপানে ভালুকের আক্রমণ ঠেকাতে মাঠে নামছে সেনাবাহিনী
- চীনের চমক, মানুষের সঙ্গে মহাকাশে চার ইঁদুর!
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ৬ষ্ঠ দিনের শুনানি চলছে
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
ফাইনালে সাকিবের কলকাতা
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর