ব্যাটে-বলে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। তারপরও জিতেছে তার দল। কিংস ইলেভেন পাঞ্জাবকে ২৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স। ব্যাট হাতে ১৬ বলে ১৮ রান করেন সাকিব। বলে ৪ ওভারে দিয়েছেন ৪৩ রান। মাত্র ১৩ রানে তিন উইকেটের পাশাপাশি দুটি ক্যাচ লুফে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন উমেশ যাদব। ম্যাচটি হওয়ার কথা ছিল গত পরশু। কিন্তু সারা দিন মুষলধারে বৃষ্টি হওয়ায় খেলা পরিত্যক্ত হয়ে যায়। গতকালও সকালে বৃষ্টি হয় কলকাতায়। কিন্তু যথা সময়ে খেলা শুরু হয়। টস জিতে বৃষ্টির কথা চিন্তা করে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠায় পাঞ্জাব। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাইটদের মাত্র ১৬৩ রানেই আটকে দেয় তারা। ৩০ বলে ৪২ রান করেন রবিন উত্থাপা। তবে কলকাতার শুরুটা কিন্তু দারুন হয়েছিল। পাওয়ার প্লে-র ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৫৫ রান করেছিল। পরে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় ৮ উইকেটে ১৬৩ রানে থেমে যায় গৌতমদের ইনিংস। ইডেন গার্ডেনের ব্যাটিং উইকেটে ১৬৪ রানের লক্ষ্য মোটেও কঠিন নয়। তাছাড়া ফর্মের তুঙ্গে থাকা কিংস ইলেভেনের ব্যাটসম্যানদের সামনে এই টার্গেটকে ডাল-ভাত মনে হচ্ছিল। কেননা চলতি আসরেই দুই দুইবার চেন্নাইয়ের দলের বিরুদ্ধে দুই শতাধিক রান তাড়া করেও জিতেছিল কিংসরা। কিন্তু কাল বেইলী-ম্যাক্সওয়েলরা পারলেন না। যে ব্যাটসম্যানরা পাঞ্জাবকে টেনে প্লে-অফে নিয়ে এসেছিল, সেই ব্যাটসম্যানরাই কাল ডোবালেন। হাতে ২ উইকেট থাকলেও মাত্র ১৩৫ রানে শেষ হয় কিংস ইলেভেনের ইনিংস। কাল পাওয়ার প্লে-তেই দুই ওপেনার শেবাগ ও ভোহরাকে হারায় পাঞ্জাব। ম্যাক্সওয়েল-মিলাররাও সুবিধা করতে পারেননি। সর্বোচ্চ ৩৫ রান এসেছে ঋদ্ধিমান সাহার ব্যাট থেকে। মাঠে নামার আগেই একটা সুখবর পেয়েছেন নাইট দলপতি গৌতম গম্ভীর। ২০১২ সালের পর প্রথমবারের মতো ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছেন তিনি। তবে এই খুশির খবরের পরও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি গম্ভীর। কিন্তু দলকে ঠিকই আইপিএলের ফাইনালে পৌঁছে দিয়েছেন। দিনের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসকে ৭ উইকেটে হারিয়ে চেন্নাই সুপার কিংস প্লে-অব ম্যাচে পাঞ্জাবের সঙ্গে লড়বে। যারা জিতবে তারাই ফাইনালে কলকাতার বিপক্ষে লড়বে। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ৮ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে। সিমন্স সর্বোচ্চ ৬৭ রান করেন। পরে চেন্নাই ১৮.৪ ওভারে ৩ উইকেটে ১৭৬ রান তুলে নেয়। সুরেশ রায়না সর্বোচ্চ ৫৪ রান করেন।
শিরোনাম
- এপ্রিলে রেমিট্যান্স এলো ২৭৫ কোটি ডলার
- নাটোরে ভয়াবহ আগুনে পুড়ে নিঃস্ব পরিবার, দগ্ধ দম্পতি হাসপাতালে
- বিদেশে শিক্ষা, চিকিৎসা ফি সহজ করতে আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্মে রেমিট্যান্স পাঠানোর সুযোগ
- খালেদা জিয়ার দেশে ফেরার দিন নেতাকর্মীদের যে নির্দেশনা বিএনপির
- অবশেষে অধ্যক্ষ শাহাব উদ্দিন বরখাস্ত
- মাদারীপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- রাজারহাট বাজার যানজট মুক্ত করার উদ্যোগ প্রশাসনের
- বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন
- হানিয়ার অ্যাকাউন্ট বন্ধে কষ্টে ভারতীয়রা, ভিপিএনে খোঁজ
- এনা ও স্টারলাইন পরিবহনের ১৯০ গাড়ি জব্দে আদেশ
- স্ত্রীসহ সাবেক কর কর্মকর্তা রঞ্জিত কুমারের বিরুদ্ধে দুদকের মামলা
- এলপি গ্যাসের দাম কমেছে
- লিটনকে অধিনায়ক করে আমিরাত ও পাকিস্তান সফরের দল ঘোষণা
- সীমান্তে সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- প্রধান উপদেষ্টাকে নিয়ে ভারতীয় মিডিয়ায় ‘ভুল সংবাদ’ প্রচারে প্রেস উইংয়ের নিন্দা
- নীলফামারী প্রেসক্লাবের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়
- প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে অদক্ষ লোক তৈরি হবে : প্রাথমিক উপদেষ্টা
- ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কুমিল্লার নতুন কমিটি
- যেসব কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা এখনো সুদূর-পরাহত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
- রাজধানীতে মাদকসহ দুই কারবারি গ্রেফতার
ফাইনালে সাকিবের কলকাতা
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর