ব্যাটে-বলে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। তারপরও জিতেছে তার দল। কিংস ইলেভেন পাঞ্জাবকে ২৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স। ব্যাট হাতে ১৬ বলে ১৮ রান করেন সাকিব। বলে ৪ ওভারে দিয়েছেন ৪৩ রান। মাত্র ১৩ রানে তিন উইকেটের পাশাপাশি দুটি ক্যাচ লুফে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন উমেশ যাদব। ম্যাচটি হওয়ার কথা ছিল গত পরশু। কিন্তু সারা দিন মুষলধারে বৃষ্টি হওয়ায় খেলা পরিত্যক্ত হয়ে যায়। গতকালও সকালে বৃষ্টি হয় কলকাতায়। কিন্তু যথা সময়ে খেলা শুরু হয়। টস জিতে বৃষ্টির কথা চিন্তা করে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠায় পাঞ্জাব। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাইটদের মাত্র ১৬৩ রানেই আটকে দেয় তারা। ৩০ বলে ৪২ রান করেন রবিন উত্থাপা। তবে কলকাতার শুরুটা কিন্তু দারুন হয়েছিল। পাওয়ার প্লে-র ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৫৫ রান করেছিল। পরে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় ৮ উইকেটে ১৬৩ রানে থেমে যায় গৌতমদের ইনিংস। ইডেন গার্ডেনের ব্যাটিং উইকেটে ১৬৪ রানের লক্ষ্য মোটেও কঠিন নয়। তাছাড়া ফর্মের তুঙ্গে থাকা কিংস ইলেভেনের ব্যাটসম্যানদের সামনে এই টার্গেটকে ডাল-ভাত মনে হচ্ছিল। কেননা চলতি আসরেই দুই দুইবার চেন্নাইয়ের দলের বিরুদ্ধে দুই শতাধিক রান তাড়া করেও জিতেছিল কিংসরা। কিন্তু কাল বেইলী-ম্যাক্সওয়েলরা পারলেন না। যে ব্যাটসম্যানরা পাঞ্জাবকে টেনে প্লে-অফে নিয়ে এসেছিল, সেই ব্যাটসম্যানরাই কাল ডোবালেন। হাতে ২ উইকেট থাকলেও মাত্র ১৩৫ রানে শেষ হয় কিংস ইলেভেনের ইনিংস। কাল পাওয়ার প্লে-তেই দুই ওপেনার শেবাগ ও ভোহরাকে হারায় পাঞ্জাব। ম্যাক্সওয়েল-মিলাররাও সুবিধা করতে পারেননি। সর্বোচ্চ ৩৫ রান এসেছে ঋদ্ধিমান সাহার ব্যাট থেকে। মাঠে নামার আগেই একটা সুখবর পেয়েছেন নাইট দলপতি গৌতম গম্ভীর। ২০১২ সালের পর প্রথমবারের মতো ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছেন তিনি। তবে এই খুশির খবরের পরও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি গম্ভীর। কিন্তু দলকে ঠিকই আইপিএলের ফাইনালে পৌঁছে দিয়েছেন। দিনের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসকে ৭ উইকেটে হারিয়ে চেন্নাই সুপার কিংস প্লে-অব ম্যাচে পাঞ্জাবের সঙ্গে লড়বে। যারা জিতবে তারাই ফাইনালে কলকাতার বিপক্ষে লড়বে। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ৮ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে। সিমন্স সর্বোচ্চ ৬৭ রান করেন। পরে চেন্নাই ১৮.৪ ওভারে ৩ উইকেটে ১৭৬ রান তুলে নেয়। সুরেশ রায়না সর্বোচ্চ ৫৪ রান করেন।
শিরোনাম
- ‘ফিলিস্তিনের পেলে’ সুলেমান ওবেইদকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী
- চুয়াডাঙ্গা সীমান্তে ২১টি স্বর্ণবারসহ যুবক আটক
- বেলকুচিতে বিএনপির বিজয় র্যালিতে জনতার ঢল
- পদ্মার ভাঙনে নিঃস্ব শরীয়তপুরের শত শত পরিবার
- বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক
- ভারতের পর চীনের ওপরও অতিরিক্ত শুল্ক আরোপ করতে চান ট্রাম্প
- ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
- কিশোরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- বাংলাদেশে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না : সালাহউদ্দিন
- গৌরনদীতে গাঁজাসহ আটক মাদক বিক্রেতার এক বছরের কারাদণ্ড
- জুলাই মাসে দেশের সামগ্রিক পিএমআই সূচক বেড়ে ৬১.৫
- বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- বাস পুকুরে, প্রাণ গেল তিন মাসের শিশুর
- ২৬ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও পড়া হলো না রাফিয়ার
- রমজানের আগে নির্বাচন দিয়ে সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করেছে : রিজভী
- ‘জাতীয় স্বার্থে সব দল এক জায়গায় বসার পরিবেশ সৃষ্টিতে কাজ করছে বিএনপি’
- ট্রাম্পের দ্বিগুণ শুল্কে ভারতের শেয়ারবাজারে ধস
- লিভারপুল থেকে আল হিলালে যোগ দিচ্ছেন স্ট্রাইকার নুনেজ
- গাজায় ইসরায়েলি বর্বরতায় ২৪ ঘণ্টায় আরও ৯৮ ফিলিস্তিনি নিহত
- দেশ গঠনে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে: রফিক শিকদার
ফাইনালে সাকিবের কলকাতা
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর