প্রাক্তন বিশ্বের এক নম্বর রজার ফেদেরারের কাছে হার মানলেন আর্জেন্টিনার দিয়েগো সেবাস্তিয়ান সোয়ার্টজম্যান। এদিন একটাও সেট জিততে না পারলেও, আগাগোড়া ম্যাচে ফেদেরারকে চাপে রেখেছেন তিনি। ফেদেরারকে এদিন তাই দারুণ লড়াই করেই ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠতে হল। এই ম্যাচ জেতার পর তৃতীয় রাউন্ডে এবার রাশিয়ার দিমিত্রি টার্সানভের মুখোমুখি হবেন ফেদেরার।
ফেদেরার বলেন, 'আমার সবসময়েই মনে হয়েছিল যে ও বেসলাইনে খুব ভাল খেলে। আজকে দিয়েগো সত্যি দারুণ আক্রমণাত্বক খেলেছে। আমি যদি আজকে আরও একটু সহজ খেলা খেলতে পারতাম তাহলে ভাল হত। কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই হয়েছে আজকের ম্যাচে।'