এবার বিশ্বকাপে টপ ফেবারিট স্বাগতিক ব্রাজিল। বিশ্বসেরা রক্ষণভাগের সঙ্গে আক্রমণভাগে রয়েছে নেইমারের মতো তারকা। আর মাঠের বাইরে তো দর্শকরা রয়েছেনই। তাছাড়া গত বছর কনফেডারেশন কাপের ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ৩-০ গোল পরাজিত করে তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। যেকোনো দলকেই নাস্তানাবুদ করে দিতে পারে ব্রাজিল। জার্মান কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার মনে করছেন, বিশ্বকাপে একমাত্র জোয়াচিম লো'র শিষ্যরাই ব্রাজিলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। টাইমস অব ইন্ডিয়া পত্রিকাকে বেকেনবাওয়ার বলেন, 'কনফেডারেশন কাপে ব্রাজিলের অসাধারণ ভালো খেলা আমি দেখেছি এবং বিশ্বকাপেও তারা একই রকম ভালো খেলতে চাইবে। তবে তাদের সত্যিকারের একমাত্র চ্যালেঞ্জ হতে পারে জার্মানি। তবে আমি দেখেছি কোনো দল যে বছর কনফেডারেশন কাপ জয় করে একই বছর দলটি বিশ্ব কাপ শিরোপা জয় করতে পারেনি। সুতরাং সে দিক থেকে ব্রাজিলের কিছু সমস্যা রয়েছে। অন্যথায় তারা ফেবারিট হিসেবেই বিশ্বকাপ শুরু করবে।'জামার্নির এই দল নিয়ে শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী বেকেনবাওয়ার। তিনি বলেন, 'বাস্তিয়ান শোয়েনস্টাইগার, ম্যানুয়েল ন্যুয়ার, মারিও গোটশে, মারকো রিউস, মেসুত ওজিলদের মত খেলোয়াড় থাকায় সত্যিকারার্থেই আমাদের দলটা বেশ ভালো।'