জার্সি নিয়ে সমস্যায় পড়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব চ্যাম্পিয়নরা যে অ্যাওয়ে জার্সি বানিয়েছিল, তা নিয়ে আপত্তি ছিল ফিফার। বিশ্বকাপ শুরুর বেশ আগে ফিফা ৩২টি দলকে আগাম জানিয়ে দিয়েছিল, দলের মূল জার্সি গাঢ় রংয়ের হলেও অ্যাওয়ে জার্সির রং হতে হবে সাদা বা হালকা। স্পেন তাদের অ্যাওয়ে জার্সি বানিয়েছিল কালো রংয়ের, যাতে ছিল গাঢ় সবুজ রংয়ের পাইপেন। ফিফার নির্দেশনায় পরবর্তীতে বিশ্ব চ্যাম্পিয়নরা পরিবর্তন করেছে অ্যাওয়ে জার্সি। কালোর জায়গায় এখন স্পেনের দ্বিতীয় জার্সি সাদা। এ জার্সি পরেই বিশ্ব চ্যাম্পিয়নরা ১৩ জুন মুখোমুখি হবে গতবারের ফাইনালিস্ট নেদারল্যান্ডসের বিপক্ষে। 'টিকিটাকা' ফুটবলের জনক স্পেন এবারও অন্যতম ফেবারিট। তবে বাজিকরদের বাজি ব্রাজিল। স্প্যানিশ কোচ ভিনসেন্ট দেল বঙ্ও জানিয়েছেন, ব্রাজিলই ফেবারিট। ঘরের মাঠে বাড়তি সুবিধা পাবেন হয়তো নেইমাররা। তাই বলে স্বাগতিকদের ভয় পাচ্ছে না স্পেন, জানিয়েছেন দলের অন্যতম সেরা মিডফিল্ডার সেস ফেব্রেগাস। গত বিশ্বকাপের ফাইনালের একমাত্র গোলদাতা আন্দ্রেস ইনিয়েস্তা জানিয়েছেন, শিরোপা ধরে রাখতে ক্ষুধার্ত বাঘ হয়েই আছে স্পেন।
গত আসরে ফেবারিট হয়ে খেলতে নেমেছিল স্পেন। চোখধাঁধানো, নয়নাভিরাম 'টিকিটাকা' ফুটবল খেলে জিতে নেয় বিশ্বকাপ। পুরনো দলের অধিকাংশ ফুটবলারই রয়েছেন এবারের স্কোয়াডে। তার পরও বয়সের ভারে কিছুটা গতিহীন বর্তমান চ্যাম্পিয়নরা। এরূপ সমালোচনাকে পাত্তাই দিচ্ছেন না গত বিশ্বকাপের ফাইনালের একমাত্র স্কোরার ইনিয়েস্তা। জানিয়েছেন, শিরোপা ধরে রাখতে মরিয়া স্পেন_ 'শিরোপা জিততে আগের মতোই মরিয়া স্পেন। শিরোপা ধরে রাখতে সবাই ক্ষুধার্ত।' সমালোচকরা বলছেন, স্পেনের টিকিটাকা ফুটবলে গতি কমে এসেছে। বার্সার মিডফিল্ডার ইনিয়েস্তা প্রতিবাদ না করলেও জানিয়েছেন, স্পেন এখনো ভয়ঙ্কর দল_ 'শিরোপা ধরে রাখতে দলের সবাইকে এবার একটু বেশি দায়িত্বশীল হতে হবে। আর আমাদের দল এখনো আগের মতোই ভয়ঙ্কর।'