জম্মু কাশ্মীরের একমাত্র ক্রিকেটার হিসেবে বাংলাদেশ সফরের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা পেয়েছেন পারভেজ রসুল। স্কোয়াডে রসুলের নাম দেখেই উৎসবের প্রস্তুতি নিতে শুরু করেছে কাশ্মীরের অধিবাসীরা। এর আগেও জিম্বাবুয়ে সফরে ভারতীয় স্কোয়াডে ছিলেন। কিন্তু অভিষেক হয়নি। তবে এবার বাংলাদেশ সফরে ভারতের নিয়মিত একাদশের অধিকাংশ ক্রিকেটার বিশ্রামে থাকায় স্বপ্নপূরণ হতে চলেছে এই অলরাউন্ডারের। পারভেজ রসুল ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং অফ স্পিনার। গত এশিয়া কাপে ভারত যখন ঢাকায় এসেছিল তখন স্কোয়াডেই জায়গা হয়নি রায়নার। এবার তিনিই নেতৃত্ব দেবেন ভারতকে। নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং সহঅধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে।
ভারতীয় দল : সুরেশ রায়না (অধিনায়ক), রবিন উথাপ্পা, অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, আম্বাতি রাইডু, মনোজ তিওয়ারি, কাদের যাদব, ঋদ্ধিমান সাহা, পারভেজ রসুল, আকসার প্যাটেল, বিনয় কুমার, উমেশ যাদব, স্টুয়ার্ট বিনি, মহিত শর্মা, অমিত মিশ্র।