লুকোচুরির মধ্য দিয়েই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড ব্রাজিলের এসপিরিতো সান্তো প্রদেশের ভিক্টোরিয়া শহরে পেঁৗছেছে। অস্ট্রেলিয়ার পতাকা হাতে কয়েক শ ব্রাজিলিয়ান ফুটবল ভক্ত অস্ট্রেলিয়াকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছিল ভিক্টোরিয়া এয়ারপোর্টের সদর দরজায়। কিন্তু নিরাপত্তার অজুহাতে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে বেরিয়ে যায় সকারুরা। শেড-দেওয়া গ্লাসের ভিতর দিয়ে জেদিনাকদের দেখতেই পাননি ভক্তরা। গত বুধবার ব্রাজিলের মাটিতে পা রাখেন অস্ট্রেলিয়ার ফুটবলাররা। বিশ্বকাপের জন্য প্রথম দল হিসেবে ব্রাজিল পেঁৗছল অস্ট্রেলিয়া।
বি গ্রুপে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ স্পেন, নেদারল্যান্ড এবং চিলি। কঠিন গ্রুপ নিঃসন্দেহে। যেখানে ল্যাটিন শক্তি চিলিরই দ্বিতীয় রাউন্ড খেলার কোনো সম্ভাবনা নেই সেখানে বিশ্বকাপের দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ের সর্বনিম্নে (৫৯) থাকা অস্ট্রেলিয়ার কথা ভাবাই যায় না। এক কলামিস্ট তো বলেই দিয়েছেন, দোজখে বরফের বলের টিকে থাকা যেমন কঠিন, বিশ্বকাপে গ্রুপ পর্বের পর টিকে থাকা অস্ট্রেলিয়ার জন্য ততটাই কঠিন। অস্ট্রেলিয়ান মিডফিল্ডার টমি ওয়ার অবশ্য এতটা কঠিন করে দেখছেন না। বলছেন, 'আমরা আন্ডারডগ এতে সন্দেহ নেই। তবে এটাই অস্ট্রেলিয়ার জন্য একটা দারুণ সুযোগ। ফেভারিট দলগুলোকে আমরা চমকে দিতে পারি।' তা ছাড়া ব্রাজিলের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য অনেকটা সময় পাবে সকারুরা।