রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলে শিক্ষার্থী নিপীড়ন, সিট দখল, সিট বাণিজ্য, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রদানে আহ্বান করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে, বিগত সময়ে হলে শিক্ষার্থী নিপীড়ন, সিট দখল, সিট বাণিজ্য, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রদানের আহ্বান করা হয়েছে। পরিচয় গোপন রাখা সাপেক্ষে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এসব অভিযোগ গ্রহণ করবে সংশ্লিষ্ট হল প্রশাসন। প্রাধ্যক্ষ পরিষদের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিডি প্রতিদিন/একেএ