যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চতুর্থ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এই নিয়োগ অনুমোদন করেছেন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২১ আগস্ট যবিপ্রবি’র উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. আনোয়ার হোসেন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে টানা দ্বিতীয়বারের মতো নিয়োগ পেয়ে যবিপ্রবি’র উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল