ভিয়েতনামে চারদিনের সফর শেষে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন রাষ্ট্রপতি।
এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এছাড়া তিন বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
এর আগে, দুপুরে ভিয়েতনামের হো চি মিন সিটির তান সোন নাত বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন রাষ্ট্রপতি। সিঙ্গাপুরে ঘণ্টা খানেকের যাত্রা বিরতি দেন তিনি।
সফরে বাংলাদেশ-ভিয়েতনাম দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো, ভিসা প্রক্রিয়া সহজ, বাংলাদেশে ভিয়েতনামের ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন রাষ্ট্রপতি।
গত শুক্রবার ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রুং তান সাংয়ের আমন্ত্রণে ভিয়েতনামের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। থাইল্যান্ডে যাত্রা বিরতি করে রবিবার হ্যানয় পৌঁছান তিনি।
সফরে তান সাং ছাড়াও দেশটির সর্বোচ্চ রাজনৈতিক নেতা ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি নুয়েন ফু চাও, প্রধানমন্ত্রী নুয়েন তান জং, ন্যাশনাল এসেম্বলি হাউজের চেয়ারম্যান নুয়েন সিন হোং, হো চি মিন সিটির পিপলস কমিটির চেয়ারম্যান লে হোয়ান কুয়াংয়ের সঙ্গে বৈঠক করেন আবদুল হামিদ।
ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে আগামী ২০১৬ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য এক বিলিয়ন ডলারে উন্নীত করতে সম্মত হন আবদুল হামিদ। সফরে আসিয়ানের সদস্য পদ লাভের জন্য ভিয়েতনামের সমর্থনও আদায় করেছেন রাষ্ট্রপতি।
ভিয়েতনামে কয়েকটি বৈঠক ছাড়াও রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশ্ব ঐতিহ্য হা লং বে এবং ঐতিহাসিক কু চি টানেল পরিদর্শন করেন।
বিডি-প্রতিদিন/১৩ আগস্ট, ২০১৫/মাহবুব