রাজধানী ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে কমলাপুরের কুতুবখালী পর্যন্ত দীর্ঘ ১৯ কিলোমিটার উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকায় এ উড়াল সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সংশ্লিষ্টরা জানান, নির্মাণাধীন এই উড়াল সড়ক চালু হওয়ার পর যানবাহনগুলো সড়কের বিভিন্ন স্থানে যাত্রী ওঠানামা করতে পারবে। যানজট কমাতে রাজধানীর উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলের বাণিজ্যিক এলাকা পর্যন্ত এ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ আগস্ট, ২০১৫/মাহবুব