প্রস্তুতিটা ভালোই হচ্ছে ফরাসিদের। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের ফুটবল শক্তি নরওয়েকে মঙ্গলবার প্যারিসের দ্যা ফ্রান্স স্টেডিয়ামে পাত্তাই দেয়নি ফরাসিরা। বেনজেমা-রিবেরিহীন ম্যাচে গিরদ-রেমিরা দলকে উপহার দিয়েছেন ৪-০ গোলের জয়! ফরাসি কোচ দিদিয়ের ডেসচ্যাম্পস সেরা একাদশ বাছাইয়ের কাজটা সেরে নিচ্ছেন প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়েই। মঙ্গলবার ম্যাচের নায়ক ছিলেন পল পগবা এবং অলিভিয়ের গিরদ। গিরদ ২টি গোল করেছেন। পগবা এবং রেমি করেছেন একটি করে গোল। বিশ্বকাপের আগে ফরাসিরা প্যারাগুয়ে (১ জুন) ও জ্যামাইকার (৮ জুন) সঙ্গে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ব্রাজিল বিশ্বকাপে ফ্রান্স ই গ্রুপে সুইজারল্যান্ড, ইকুয়েডর এবং হন্ডুরাসের মুখোমুখি হবে।
প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে এশিয়ান ফুটবলের সেরা শক্তি জাপানও। মঙ্গলবার তারা সাইপ্রাসকে ১-০ গোলে হারিয়েছে। ব্লু সামুরাইরা পূর্ণ শক্তি নিয়েই মাঠে নেমেছিল। কাগাওয়া, হোন্ডা, ওকাজাকিরা দলে ছিলেন। তবে গোল করেছেন জার্মান ক্লাব শালকের ডিফেন্ডার উচিডা। বিশ্বকাপে সি গ্রুপে কলম্বিয়া,গ্রিস ও আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নামার আগে জাপান আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে কোস্টারিকা ও জাম্বিয়ার সঙ্গে। গতকাল প্রস্তুতি ম্যাচ খেলেছে যুক্তরাষ্ট্র। তারা আজারবাইজানকে ২-০ গোলে হারিয়েছে। ডিসকেরাড ও জনসনের গোলে এই জয় পায় মার্কিনীরা। যুক্তরাষ্ট্র বিশ্বকাপে জি গ্রুপে জার্মানি, পর্তুগাল ও ঘানার মুখোমুখি হবে।