ক্রিশ্চিয়ানো রোনালদোর পায়ের গোড়ালিতে অতিরিক্ত একটি হাড় রয়েছে। আর এটাই তাকে ফুলবল মাঠে এগিয়ে দিয়েছে অনেকখানি। এ কারণেই রোনালদো এতো জোরালো শট নিতে পারেন। দিতে পারেন নিখুঁত ফ্রি কিক। এই হাড়ের কারণেই অন্যান্য খেলোয়াড়দের চেয়ে একটু বেশি সুবিধা পান তিনি। সম্প্রতি সিআর-৭ নামে প্রকাশিত একটি বইয়ে এমনটিই দাবি করা হয়েছে।
বইটিতে আরও দাবি করা হয়- এই অতিরিক্ত হাড়টি শতকরা ১০ ভাগ মানুষের পায়ের গোড়ালিতে থাকে। রোনালদোরও রয়েছে। আর সে কারণেই তিনি অন্যদের চেয়ে অসাধারণ ফ্রি কিক নিতে পারেন। অনেক দূর থেকে শট নিতে পারেন। শক্তিমত্তা, পূর্বানুমান, নির্ভুলতা, বলকে ঘোড়ানো এবং গোলরক্ষককে ফাঁকি দেয়া সবই ওই অতিরিক্ত হাড়ের কারণে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে ভালো পারেন রোনালদো।
বইটিতে আরো উল্লেখ করা হয় ব্রাজিল বিশ্বকাপে রোনালদো এমন কিছু দেখাতে পারেন যা আগে কোনো বিশ্বকাপে দেখা যায়নি।