বিশ্বকাপ জ্বরে পুরো দেশ যখন কাঁপতে থাকবে, তখন মিরপুরে ১৫, ১৭ ও ১৯ জুন তিনটি ওয়ানডে খেলবে ভারত। ওয়ানডে সিরিজটি 'হঠাৎ প্রাপ্তি' বাংলাদেশের। এফটিপির শিডিউলের বাইরে দুই দেশের আগ্রহেই হচ্ছে সিরিজটি। সিরিজে খেলতে সুরেশ রায়নার নেতৃত্বে আনকোড়া একটি দল পাঠাচ্ছে ভারত। এজন্য গত চার দিন ধরে অনুশীলন করছেন টাইগার ক্রিকেটাররা। অনুশীলনে কাল যোগ দেন অধিনায়ক মুশফিকুর রহিম। মহেন্দ্র সিং ধোনী, বিরাট কোহলীরা না থাকায় ভারতের বিপক্ষে সিরিজ জয়ের আগাম স্বপ্ন দেখছেন ক্রিকেটপ্রেমীরা। তবে কাজটি যে কঠিন, টাইগার অধিনায়ক ভালো করেই তা জানেন ।
২৬ জুন শুরু হয় টাইগারদের অনুশীলন। দেশের বাইরে থাকায় প্রথম তিন দিন অনুশীলনে অংশ নেননি মুশফিক। কাল যোগ দেন। অনুশীলনে যোগ দিয়ে কিছুটা ক্লান্তি বোধ করছেন। তিনি জানান, 'অনুশীলনে প্রায় এক ঘণ্টা ব্যাটিং করেছি। তবে খানিকটা দুর্বল বোধ করেছি। আশা করছি আগামী ২-৩ দিনের মধ্যে এই দুর্বলতা কেটে যাবে।' তিনদিন পর অনুশীলনে যোগ দেন মাহমুদুল্লাহ রিয়াদও। সাকিব আল হাসান আইপিএল খেলতে ভারতে এবং নাসির হোসেন, ইমরুল কায়েস, নাঈম ইসলাম, মুমিনুল হক সৌরভ, শামসুর রহমান শুভ ও সোহাগ গাজীরা ওয়েস্ট ইন্ডিজে। তাই পুরো দল নিয়ে অনুশীলন হচ্ছে না টাইগারদের। পূর্ণ শক্তি নিয়ে অনুশীলন না করলেও ভারত সিরিজের আগে হারানো আত্দবিশ্বাস ফিরে পাবে দল বিশ্বাস টাইগার অধিনায়কের, 'গত কয়েকমাস আমরা অনেক ভুল করেছি। আশা করছি এই সিরিজে সেই ভুলগুলো আর থাকবে না।' গত চার মাসে টাইগাররা ঘরের মাটিতে শ্রীলঙ্কা সিরিজ. এশিয়া ও টি-২০ বিশ্বকাপ খেলেছে। পারফরম্যান্স ছিল যাচ্ছে তাই। এজন্য কোচ শেন জার্গেনসেনও দায়িত্ব ছেড়ে দেন। এখন নতুন কোচ চন্ডিকা হাতুরাসিংহে। বোলিং কোচ হিথ স্ট্রিক। তাদের প্রথম অ্যাসাইনমেন্ট ভারত সিরিজ।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ এবং বিশ্বকাপ ক্রিকেটকে প্রাধান্য দিয়ে ভারত বিশ্রাম দিয়েছে দলের তারকা ক্রিকেটারদের। ফলে একদল নতুন মুখ নিয়ে ঢাকায় আসছেন রায়না। এমন একটি দলের বিপক্ষে সিরিজ জয়ের উজ্জ্বল সম্ভাবনা থাকলেও কাজটি যে কঠিন মানেন মুশফিক, 'ভারতের দল দেখেছি। তাদের হয়তো বড় বড় ক্রিকেটাররা আসছেন না। তার মানে এই নয়, দলটি একেবারে খারাপ। আইপিএলের ফর্মে থাকা ক্রিকেটারদের নিয়েই দল গড়েছে। প্রতিপক্ষ যেমনই হউক না কেন, ভালো ফল পেতে হলে আপনাকে সেরাটা খেলতে হবে। আমি মনে করি আমরা যদি সেরাটা খেলতে পারি, তাহলে ধোনী, কোহলীরা আসলেও আমরা জিততাম। তবে আবারও বলছি ভারতীয় দলটি তরুণ হলেও যথেষ্ট ব্যালান্সড।'
খর্ব শক্তির দল নিয়ে খেলতে আসায় টাইগাররা কাগজে-কলমে বাড়তি সুবিধা পাবে। সত্যিকার অর্থেই কি পাবে? টাইগার অধিনায়ক বিষয়টিকে সেভাবে দেখছেন না, 'এটাকে বাড়তি সুযোগ বলব না। ওদের সেরা দল আসলেও আমাদের সুযোগ থাকত। ভারতকে আমরা আগেও হারিয়েছি। ওরা অনেক পরিকল্পনা করেই আসছে। কেননা সিরিজে যদি হেরে যায়, তাহলে কেউ বলবে না আমরা তাদের 'এ' দলকে হারিয়েছি।' ভারতীয় দলের অনেকেই নতুন মুখ। জাতীয় দলের পক্ষে খেলেননি এমন ক্রিকেটারও রয়েছেন। মুখোমুখি না হলেও ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে ধারণা রয়েছে বলে জানান টাইগার অধিনায়ক, 'ওদের সবার খেলা দেখেছি আইপিএলে। ওদের বিপক্ষে না খেললেও ধারণা রয়েছে। সাকিবতো সবার বিপক্ষেই খেলেছেন। তার কাছ থেকে ধারণা নেওয়া যাবে।' বাংলাদেশের বিপক্ষে এর আগে এমন খর্ব শক্তির দল নিয়ে কখনোই খেলেনি ভারত। এবারই প্রথম চালকের আসনে বসে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। সময় বলবে কতটা ফেবারিট মুশফিকরা।