ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ম্যাচেই বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ 'এ'। লুকাস স্ট্রিটের উইন্সওয়ার্থ পার্কে নাসিরবাহিনীকে ৩৫১ রানে লজ্জাজনক হার উপহার দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টার। চারদিনের ম্যাচের বাকি ছিল একদিন। সফরের দ্বিতীয় চারদিনের ম্যাচ ব্রিজটাউনে ২-৫ জুন।