শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলন জারি রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’ শীর্ষক ব্যানারে প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মশাল মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এছাড়া আগামীকাল থেকে মামলা প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করবে বলে ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে উপাচার্যের বাসভবন ঘুরে বটতলায় গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা প্রত্যাহারের বিষয়ে আমাদেরকে যে আশ্বাস দিয়েছিলেন বাস্তবিকভাবে আমরা তার কোনো প্রক্রিয়া দেখতে পাচ্ছি না। এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা কাল থেকে প্রশাসনিক ভবন অবরোধ করবো। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই।”
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, “মামলা সমস্যা সংক্রান্ত সমাধান কার্যাবলী প্রক্রিয়াধীন রয়েছে। এখন যদি শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধ করে তাহলে তো আমাদের কিছু করার নেই।”
এদিকে রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয় এবং বিশ্ববিদ্যালয় পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হয় এরূপ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য আন্দোলনরত শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২৭ মে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মহাসড়ক অবরোধ ও উপাচার্যের বাস-ভবন ভাঙচুরের অভিযোগে ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলা প্রত্যাহারের দাবিতে একের পর এক আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/ ৩০ জুলাই, ২০১৭/ ই জাহান