২৬ মার্চ, ২০২৩ ১৫:২০

পাকিস্তানপ্রেমীরা পাকিস্তানেই চলে যাক : প্রতিমন্ত্রী ইন্দিরা

অনলাইন ডেস্ক

পাকিস্তানপ্রেমীরা পাকিস্তানেই চলে যাক : প্রতিমন্ত্রী ইন্দিরা

বক্তব্য দিচ্ছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ‘যারা অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাস করে না, এখনো যারা পাকিস্তানের প্রেমে মগ্ন, তাদের এ দেশে থাকার কোনো অধিকার নেই। তারা পাকিস্তানপ্রেমী তারা, পাকিস্তানেই চলে যাক।’

আজ রবিবার রাজধানীতে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান ‘জয় বাংলা, বাংলার জয়’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘যারা ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করে না, যারা বাংলাদেশের সংবিধান ফেলে দিতে বলে, এর মানে কী? এর মানে ৩০ লাখ শহীদ ও দুই লাখ নির্যাতিত মা-বোনের সঙ্গে বেইমানি করা।’

‘আজ একটি কথা শিশুদের জানা উচিত। সেটা হলো যখন কোনো দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়, যখন কোনো দেশ রাজনৈতিক নেতার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে লাখ লাখ প্রাণের বিনিময়ে লাখ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়, সে দেশের স্বাধীনতা কোনো অজ্ঞাতনামা মেজরের ডাকে ঘোষণা করা হয় না। এটা পৃথিবীতে হয়নি, হবেও না। এ কথাটা তোমাদের সবসময় মনে রাখতে হবে।’

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা সন্তানদের বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানাবেন। এটা আপনাদের নৈতিক দায়িত্ব। এ শিশুরাই দেশপ্রেম, স্বাধীনতার মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনার রাজকারমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে। বঙ্গব্ন্ধুর সোনার বাংলা গড়ে তুলবে। আজ স্বাধীনতা দিবসে এটাই হোক শিশুদের অঙ্গীকার।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 
 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর