দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপে নিজ দেশের শুভেচ্ছাদূত হলেন ভারতের জনপ্রিয় ক্রিকেট তারকা রাহুল দ্রাবিড়। আগামী বছর ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এবারও ভারতেই আয়োজন করা হয়েছে দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপের।
শুভেচ্ছাদূত হওয়ায় তিনি কী দৃষ্টিহীন খেলোয়াড়দের শিক্ষকের ভূমিকা নেবেন? দ্রাবিড় বলেন, না। আসলে ওরাই আমার শিক্ষক হতে পারে। আমি যে ক্রিকেট খেলেছি তার থেকে এটা অনেক কঠিন। এই ইভেন্টের ব্যাপারে মানুষকে জানানোই আমার কাজ। দৃষ্টিহীনদের ক্রিকেটারদের যত ধরনের সমর্থন ও সুযোগ পাওয়ার অধিকার আছে সবই তাদের দেয়া উচিত।
দ্রাবিড় জানান, তার নিজেরও এই খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, আমি দিল্লিতে আইপিএল খেলাকালে চোখ বেঁধে ব্যাট করেছিলাম। কিছুই করতে পারেনি। খুব তাড়াতাড়ি আউট হয়ে ফিরে এসেছিলাম।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর, ২০১৬/ফারজানা