খুলনা টাইটান্সকে ৯ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরো সুসংহত করলো তারা।
বিপিএল ইতিহাসের সর্বনিম্ন স্কোর (মাত্র ৪৪ রান) হওয়ার লজ্জায় ডোবে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। আফ্রিদি-সানির স্পিন ঘূর্ণিতে ৯.২ ওভার বাকি থাকতেই গুটিয়ে যায় তাদের ইনিংস। খুলনার হয়ে সর্বোচ্চ ১২ রান আসে শুভাগত হোমের ব্যাট থেকে।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠান রংপুর।
এর আগে বুধবার তামিমের চিটাগং ভাইকিংসের দেয়া ১২৫ রানের সহজ লক্ষ্যটা ৯ উইকেট ও পাঁচ ওভার হাতে রেখেই টপকে যায় রংপুর।