মিরপুরে সকালে ছিল প্রচণ্ড রোদ। মাঠও শুকিয়ে গেছে। তারপরেও ঢাকা টেস্টের পঞ্চম দিনের খেলা পরিত্যক্ত করা হলো আউট ফিল্ড ভেজা থাকার অজুহাতে। চট্টগ্রাম টেস্টের মতো ঢাকা টেস্টও ড্র হয়ে গেল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ড্র হওয়ায় বাংলাদেশ পেয়েছে ছয় রেটিং পয়েন্ট। এটা যেমন স্বস্তির, তেমনি টেস্টের এক নম্বর দলের বিরুদ্ধে পুরো সময় খেলতে না পারার কষ্টও কম নয়। তবে পঞ্চম দিন রোদ থাকার পরও খেলা পরিত্যক্ত হওয়ায় বিস্মিত হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি বলেন, 'আমরা ওয়ার্মআপ করার সময় জেনেছি খেলা পরিত্যক্ত করা হয়েছে। দুই টিমকে আগে জানানোই হয়নি। এর আগে কখনোই এমনটা হয়নি। আমরা মাঠে আসার পর শুনেছি আউট ফিল্ড শুকাতে দুই তিন ঘণ্টা সময় লাগতে পারে। আর ওই সময়ের মধ্যে তিনটা ইনিংস শেষ করা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ অফিসিয়ালরা।' চতুর্থ দিন দুপুরে বৃষ্টি থেমে যাওয়ার পরও দিনের খেলা পরিত্যক্ত করা হয়েছিল ১ টা ৫মিনিটে। অথচ শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা এতো ভালো যে, বৃষ্টি থামার ঘণ্টা খানেকের মধ্যে মাঠ খেলার উপযুক্ত হয়ে যায়। পঞ্চম দিনে দেখা গেল রোদ থাকার পরও ম্যাচ পরিত্যক্ত। রোদ ওঠার পরও যদি ম্যাচ পরিত্যক্ত করা হবে, তাহলে ক্রিকেটারদের আগেই জানিয়ে দেওয়া হলো না কেন? কিছুটা ক্ষোভের সঙ্গেই মুশফিক বলেন, 'এমনটা হলে যেন আগে থেকেই জানানো হয়। আমরা খেলার জন্য উন্মুখ ছিলাম। এখন যদি ইনিংস ঘোষণাও করতাম ওদের কিন্তু পুরো দিন খেলতে হত। হয়তো ফল হতো না কিন্তু আমরা কিছু অর্জন করতে পারতাম। ম্যাচ অফিসিয়ালরা যা ভেবেছেন সেটা তাদের ব্যাপার। নিয়ম নিয়ে তো আর আমরা কিছু বলতে পারব না।'
ম্যাচ না হওয়ায় নিজেকে বঞ্চিত মনে করছেন মুশফিক। তিনি বলেন, 'হারজিৎ পরের ব্যাপার। এক নম্বর দলের বিপক্ষে খেলতে পারলে অনেক কিছু শেখা যায়। প্রোটিয়ারা যে বোলিং ইউনিট হিসেবে ধারাবাহিকভাবে ব্যাটসম্যানদের চাপে রাখে কিংবা তাদের ব্যাটসম্যানরা যে খুবই কম ভুল করে এগুলো থেকে অনেক কিছু শেখার ছিল। আমরা তা থেকে হয়তো বঞ্চিত হলাম।' বৃষ্টির কারণে সিরিজ ড্র হলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচেই এগিয়ে ছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে তিন দিন আধিপত্য বিস্তার করে খেলার পরও বৃষ্টি বাধায় ম্যাচ ড্র। ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৪৬ রান করেছিল বাংলাদেশ। মুশফিকের দাবি, উইকেটের আচরণ অনুযায়ী এই স্কোর প্রোটিয়াদের বিরুদ্ধে মোটেও ছোট নয়। হয়তো দক্ষিণ আফ্রিকা এর চেয়েও কম রানে অলআউট হতে পারত। তাই বৃষ্টিতে ম্যাচ ড্র হলেও ভালো খেলার জন্য একটা স্বস্তি আছে টাইগারদের মনে। ওয়ানডের মতো টেস্টেও এখন ভালো করছে বাংলাদেশ। এই আত্দবিশ্বাসের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও কাজে লাগাতে চান মুশি। তিনি বলেন, 'আমরা বাংলাদেশ দল একটা বেঞ্চমার্ক সেট করেছি। শেষ চারটা ওয়ানডে সিরিজ জিতেছি, টেস্টেও শেষ আটটা ম্যাচ খুবই ভালো খেলেছে বাংলাদেশ। যদিও উন্নতির এখনো বহু জায়গা আছে। আমরা যেন এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ, দুই মাস পর আমাদের অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা। বড় একটা চ্যালেঞ্জ। গত চার পাঁচ মাসে আমরা যা অর্জন করেছি সেটা উপভোগ করার সময় এখন। আমাদের মনে হয় সেটা সবাই করবে। একটা বিরতি আছে, এটা খুব দরকার ছিল। এরপর ফিটনেস ট্রেনিং আছে। তারপর স্কিল অনুশীলন করব। আমাদের সামনে অনেক সময় আছে। আমরা যেন পুনরায় ভালোভাবে ফিরে আসতে পারি, দল হিসেবে পারফরম করতে পারি।'