অবশেষে তৃতীয় দিনে শেখ রাসেল-ফরাশগঞ্জের খেলার সমাপ্তি হলো। সেটা খুবই লজ্জাজনকভাবে। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে খেলতে অস্বীকৃতি জানায় ফরাশগঞ্জ। রেফারি জসিম উদ্দিন আধঘণ্টা অপেক্ষা করে ম্যাচ শেষের বাঁশি বাজিয়ে মাঠ ছাড়েন। দুই দলের প্রথম দিনের খেলা হয়েছিল মাত্র সাড়ে চার মিনিট। এরপর ভেস্তে যায় বৃষ্টিতে। পরের দিনও খেলা হয়নি বৃষ্টির দাপটে। একদিনের বিরতি শেষে কাল মাঠে গড়ায় ম্যাচটি। কিন্তু শেষ হতে পারেনি। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ মিনিটের মাথায় মাঠ ছেড়ে দেয় পুরনো ঢাকার দলটি। আরও ১৫ মিনিট মাঠে অপেক্ষা করে ম্যাচ শেষের বাঁশি বাজান রেফারি। রেফারি যখন খেলা শেষের বাঁশি বাজান, তখন পেনাল্টি নেওয়ার অপেক্ষায় ছিল রানার্স আপ হওয়ার দৌড়ে এগিয়ে থাকা শেখ রাসেল। বাইলজ অনুযায়ী এ ম্যাচে শেখ রাসেল ২-০ গোলে বিজয়ী হয়ে পূর্ণ ৩ পয়েন্ট পাবে। অবশ্য গতকাল লিগ কমিটি কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। কমিটির চেয়ারম্যান সালাম মুর্শিদী বলেন, ‘রেফারি ও ম্যাচ কমিশনারের রিপোর্ট পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নেব। কোনো বিশৃঙ্খলাকে কমিটি মেনে নেবে না।’ পেশাদার ফুটবল লিগে এই প্রথম কোনো দল ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়ে মাঠ ছেড়ে দেয়। ঘটনার সূত্রপাত ১৪ মিনিটে প্রাপ্ত পেনাল্টির পর। শেখ রাসেলের অধিনায়ক মিঠুন চৌধুরীকে ডি-বক্সে পেছন থেকে ফাউল করেন ফরহাদ বাবু। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। শেখ রাসেলের কামেরুনিয়ান মিডফিল্ডার জিন ইকাঙ্গা পেনাল্টি থেকে গোল দেন। কিন্তু শট নেওয়ার আগে মিঠুন বক্সে ঢুকে পড়লে পুনরায় শট মারার নির্দেশ দেন। এরপরই ঘটনার সুত্রপাত। দ্বিতীয়বার পেনাল্টি নিতে যাওয়ার মুহূর্তে ডি-বক্সে শেখ রাসেলের নাইজেরিয়ান স্ট্রাইকার কিংসলে চিগোজির সঙ্গে ধাক্কাধাক্কিতে মাঠে পড়ে যান ফরাশগঞ্জের মাহফুজ বাবু। রেফারি কিংসলেকে হলুদ কার্ড দেখান। কিন্তু সেটা মানেননি ফরাশগঞ্জের কর্মকর্তা ও ফুটবলাররা। তারা লাল কার্ডের দাবিতে মাঠ ছেড়ে আসেন। রেফারি তাদের অনুরোধ করলেও অদ্ভুত কাণ্ড ঘটিয়ে মাঠে ফিরে আসেনি ফরাশগঞ্জ। এরপরই রেফারি খেলা শেষের বাঁশি বাজান। খেলা শেষের বাঁশি বাজানো প্রসঙ্গে রেফারি বলেন, ‘আমরা অপেক্ষা করেছি। তাদের অনুরোধ করেছি খেলায় ফিরতে। কিন্তু ফিরেনি। তাই বাইলজ অনুযায়ী খেলা শেষের বাঁশি বাজাই।’ ম্যাচ কমিশনার শেখ বদরুদ্দিন বলেন, ‘মাঠে যা যা দেখেছি, তাই রিপোর্ট করব লিগ কমিটির কাছে। লিগ কমিটি বাইলজ অনুযায়ী সিদ্ধান্ত নিবে।’ বাইলজ অনুযায়ী খেলতে অস্বীকৃতি জানালে প্রতিপক্ষ দলকে বিজয়ী ঘোষণা করা হয়। খেলতে অস্বীকার করার অন্যতম কারিগর ফরাশগঞ্জের ফুটবল কমিটির চেয়ারম্যান সেলিম খান বলেন,‘ রেফারি পক্ষপাতমূলক আচরণ করেছে। বাইলজ অনুযায়ী চিগোজি লাল কার্ড পাওয়া উচিত ছিল। কিন্তু রেফারি সেটা না করে হলুদ কার্ড দেখান। আমি তখন আমার ফুটবলারদের লাল কার্ড দেখানোর আবেদন করতে বলি এবং লাল কার্ড না দেখালে খেলতে নিষেধ করি।’ খেলতে নিষেধ করার অধিকারকে সীমা লঙ্ঘন বলতে রাজি নন ক্লাবটির কর্মকর্তা। কিন্তু এটা তিনি জানেন না, ম্যাচ চলাকালীন তার মাঠে প্রবেশ করার কোনো অধিকার নেই। খেলা বন্ধ করার নির্দেশ দেওয়ারও অধিকার নেই। অথচ তাই করলেন সেলিম। শুধু তাই নয়, পেশাদার ফুটবলটাকে কলঙ্কিত করলেন খেলা বন্ধ করে দিয়ে। মাঠের ফুটবলকে নোংরামি করে টেনে আনেন মাঠের বাইরে। প্রতিপক্ষ দলের এমন কাণ্ডজ্ঞানহীন কাজে বিস্মিত শেখ রাসেলের কোচ মারুফুল হক, ‘এটা অপেশাদার আচরণ। পাড়া-মহল্লার খেলাতে এমনটা হতে পারে। কিন্তু এই লেবেলের ফুটবলে ভাবাই যায় না।’ দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা নিজেদের কাছে রেখে দিয়েছে শেখ জামাল। এখন জম্পেশ লড়াই চলছে রানার্স আপ হওয়ার। শেখ রাসেল, মোহামেডান ও আবাহনী-তিন দলের মধ্যে যে কোনো একটি রানার্স আপ হতে পারে। সুবিধাজনক অবস্থায় শেখ রাসেল। ১৬ ম্যাচে রাসেলের পয়েন্ট ৩২। ফরাশগঞ্জের পয়েন্ট পেলে এককভাবে উঠে আসবে দ্বিতীয় স্থানে। তার উপর তিনটি ম্যাচও থাকবে হাতে। সেদিক দিয়ে রানার্স আপ লড়াইয়ে এগিয়ে থাকল শেখ রাসেল।
শিরোনাম
- তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া
- ‘পুষ্পা’ ও ‘কেজিএফ’ এর ব্যবসা হওয়া নিয়ে মুখ মুখলেন নাগার্জুন
- ‘ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে’
- চুপিচুপি চাষ হচ্ছে ‘পিরানহা’, ‘রূপচাঁদা’ বলে দেদারসে বিক্রি
- সৌদি সফরকালে আরব নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে অংশ নেবেন ট্রাম্প!
- ভারতকে ১৩১ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দেয়ার অনুমোদন যুক্তরাষ্ট্রের
- পাকিস্তানি নারীর সঙ্গে অনলাইনে প্রেম ও বিয়ের জেরে চাকরি গেল ভারতীয় জওয়ানের
- নারী সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় কমিটি চেয়ে রিট
- কিডনি সেবার মান বাড়াতে ১,০০০ ডায়ালাইসিস মেশিন কিনবে সরকার: স্বাস্থ্য সচিব
- অন্য কিছু নিয়ে কথা বলতে চান না আনচেলত্তি
- অনুশীলনে ফিরলেন বেলিংহ্যাম, ছিটকে গেলেন রদ্রিগো
- সালমান দিনে একরকম, রাতে অন্যরকম; কেন বললেন মিকা সিং?
- ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি রিয়াদের বাতাসে, ঢাকায় পরিস্থিতি কী?
- বড় জয় পেল মায়ামি
- পাকিস্তানি সেনা আটকের দাবি বিএসএফের, সীমান্তে ব্যাপক গোলাগুলি
- রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে বার্সার দুর্দান্ত জয়
- ইসরায়েলি অবরোধে গাজায় অনাহারে ৫৭ জনের মৃত্যু
- সৌদি আরব পৌঁছেছেন ২২২০৩ হজযাত্রী
- কুড়িগ্রামে জামায়াতের রুকনসহ দুইজন বহিষ্কার
- ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিল পাকিস্তান
ফরাশগঞ্জের অদ্ভুত কাণ্ড
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

উত্তেজনা বাড়িয়ে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানি নারীর সঙ্গে অনলাইনে প্রেম ও বিয়ের জেরে চাকরি গেল ভারতীয় জওয়ানের
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম