ম্যাচের আগের দিন জানা যায়, চোটের জন্য খেলতে পারবেন না লিওনেল মেসি। তাকে ছাড়া পয়েন্ট হারাল ফরাসি জায়ান্টরা। মাঠে নেমে শুরুটাও ভালো হলো না পিএসজির। পিছিয়ে পড়ার পর অবশ্য দুই গোল করে এগিয়ে গেল তারা। জাগাল জয়ের আশা। কিন্তু শেষ দিকের গোলে হারের মুখ থেকে পয়েন্ট তুলে নিল লাইপজিগ।
বুধবার লাইপজিগের বিপক্ষে ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
রেড বুল অ্যারেনায় আচরাফ হাকিমি, মার্কুইনহোস, কিম্পেম্বেদের ডিফেন্স ভেঙে অষ্টম মিনিটেই জালের দেখা পায় লাইপজিগ। পিএসজি সেই গোল শোধ করে ম্যাচের ২১তম মিনিটে। এ সময় কিলিয়ান এমবাপ্পের পাস থেকে পিএসজির হয়ে ব্যবধান ১-১ করেন জর্জিনিও উইনাল্ডাম। প্রথমার্ধের আগে লাইপজিগের জালে আরও একবার বল পাঠায় পিএসজি। এবারও স্কোর বোর্ডে নাম লেখান উইনাল্ডাম। তবে শেষ পর্যন্ত ২-১ গোলের সেই লিড ধরে রাখতে পারেনি ফ্রান্সের ক্লাবটি।
একেবারে অন্তিম সময়ে গিয়ে লাইপজিগের পক্ষে ব্যবধান ২-২ করেন ডমিনিক। তাতে হতাশার এক ম্যাচও শেষ হয় পিএসজির। এ ড্রয়ের ফলে ৪ ম্যাচে ৮ পয়েন্ট পিএসজির। ৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। লাপজিগ এক পয়েন্ট নিয়ে আছে সবার তলানিতে এবং ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে ক্লাব ব্রুগ।
এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না পিএসজির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। লিগে গোল পাচ্ছেন না। সবশেষ ম্যাচে লিলের বিপক্ষে হাফ টাইমে তাকে তুলে নিয়েছিলেন কোচ মরিসিও পচেত্তিনো। অবাক করা বিষয় হচ্ছে, তাকে তুলে নেওয়ার পরই জয় পায় প্যারিসের ক্লাবটি। নতুন ক্লাবের হয়ে এ পর্যন্ত যে তিনটি গোল করেছেন, তার সবকটিই চ্যাম্পিয়ন্স লিগে। কিন্তু বুধবারের ম্যাচে তাকে ছাড়াই স্কোয়াড সাজান পচেত্তিনো।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ