অনূর্ধ্ব-২০'র ম্যাচ চলছিল আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে। সেই সময় মাঠের পাশেই পুলিশ এবং একটি দুষ্কৃতি দলের গোলাগুলি শুরু হয়। এতে ভয়ে দুই দলের সমর্থক থেকে ফুটবলার সকলেই প্রাণভয়ে পালাতে শুরু করেন।
গত রবিবার ব্রাজিলের রিড ডি জেনিরোওতে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্টেডিয়ামে খেলার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ক্যারাপেবাস গোলরক্ষক খেলা চলাকালীন একটি চোটের জন্য চিকিৎসা নিচ্ছেন, তার আগে জোরে গুলির শব্দ শোনা যাচ্ছিল। আর ফুটবলাররা ভয়ে পালাচ্ছিলেন।
ওই গোলাগুলিতে ম্যাচ শুধু ভেস্তেই যায়নি, সেদিন প্রাণভয়ে মাঠ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন দুই দলের ফুটবলাররা।
স্থানীয় পুলিশ বলেছে, এই ঘটনা রিও ডি জেনিরোর ওই অঞ্চলে নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরে গড়ে প্রতিদিন অন্ততপক্ষে ১৫ বার গোলাগুলি হয়েছে সেখানে।
সূত্র : ডেইলি মেইল, হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ