টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতীয় দলের কোচ হিসেবে শেষ রবি শাস্ত্রীর মেয়াদ। ইতিমধ্যেই আইপিএল-এর প্রস্তাব পেতে শুরু করেছেন তিনি।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন নিলামের মধ্যে দিয়ে আগামী বছরের জন্য আইপিএলের সঙ্গে যুক্ত হয়েছে নতুন দুটি ফ্রাঞ্চাইজি। এর মধ্যে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি মালিকের কোচ হিসেবে পছন্দ রবী শাস্ত্রিকে। এর পাশাপাশি দলের জন্য তারা একজন সিইও এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার নিয়োগ করার কথাও ভাবছে। যাদের প্রধান কাজ হবে টিম গঠন হওয়ার পরবর্তীতে ড্রেসিংরুম সংস্কৃতি এবং দলের মধ্যে বন্ধন দৃঢ় করা।
এই মুহূর্তে ভারতীয় দল নিয়েই ব্যস্ত শাস্ত্রী। আইপিএল-এর প্রস্তাব পেলেও সেই বিষয় নিয়ে এখনই ভাবতে নারাজ তিনি। আইপিএল-এ এর আগে কোচ হিসেবে দেখা যায়নি তাঁকে। তবে কোচিং ছাড়ার পর ফের ধারাভাষ্যকার শাস্ত্রীকেও দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সম্প্রচারকারী সংস্থা তাঁর সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২২ সালের আইপিএল হবে ১০টি দলকে নিয়ে। আমদাবাদ ছাড়া দ্বিতীয় নতুন দলটি লখনউ। সেটি কিনেছেন সঞ্জীব গোয়েঙ্কা। আমদাবাদ দলের মালিক সিভিসি গ্রুপ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ